Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

সাতক্ষীরার চান্দুড়িয়া সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। ২২ নভেম্বর বৃহস্পতিবার ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার ও ৭৬ বিএসএফ’র কমান্ড্যান্ট শ্রী বিজয় ডেমরী নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। বৈঠকে সীমান্তে মাদক দ্রব্য পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশরোধ এবং অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া সীমান্তে যেসব পিলারের গায়ে আজও পাক/পাকিস্তান লেখা রয়েছে সেগুলো মুছে বিডি/বাংলাদেশ লেখার প্রস্তাব রাখা হয়। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, পিবিজিএম, পিএসসি,জি বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিবি-বিএসএফ

১৩ সেপ্টেম্বর, ২০২০
১৭ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ