বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী বিলকিস আখতার হোসেনের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ খারিজ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। দুদকের পক্ষে শুনানি করেন মোঃ খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।
এরআগে, গত ৮ আগস্ট বিলকিস আখতার হোসেনকে সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়ে নোটিশ দেয় দুদক। নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। এরপর ওই রিটের শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর দুদকের নোটিশের বৈধতা নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। এরপর ওই রুলের ওপর শুনানি নিয়ে আদালত বিলকিস আখতার হোসেনের আবেদন খারিজ করে দেন। এর ফলে তার সম্পত্তির হিসাব দাখিলসহ দুদকে হাজির হতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।