Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি চাকরিজীবীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার রিট খারিজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

অবসরে যাওয়ার তিন বছর পূর্ণ হওয়ার আগে সরকারি চাকরিজীবীরা এমপি নির্বাচন করতে পারবে না-মর্মে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও)র (চ) ধারা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি মো:আশফাকুল ইসলাম এবং বিচারপতি মো: সোহরাওয়ার্দীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল হাই।সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।আদেশের বিষয়ে আব্দুল হাই বলেন,এ আদেশের বিরুদ্ধে আমরা আপিল করবো। গত ৪ আগস্ট রিট দায়ের করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়াচর)থেকে জাতীয় পার্টির প্রার্থী নূরুল কাদের সোহেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিট খারিজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ