Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতে রিট খারিজ সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলবে না

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটে ব্যাটারিচালিত রিক্সা চলাচল সংক্রান্ত রিট খারিজ করেছে হাইকোর্ট। গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এসএম মজিবুর রহমানের যৌথ বেঞ্চ শুনানী শেষে সিলেট ব্যাটারি চালিত রিক্সা মালিক সমিতির রিট খারিজ করে দেন। ফলে সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিক্সা আর চলাচল করতে পাররে না। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মোস্তাক আহমদ জানান, সিলেট ব্যাটারি চালিত রিক্সা মালিক সমিতির ২০১২ সালে করা রিট পিটিশন নং ১৩৯৯৬ শুনানী শেষে সিলেটে ব্যাটারিচালিত চালিত রিক্সা চলাচলে স্থগিতাদেশ খারিজ করে দিয়েছেন। ফলে সিলেটে এ ধরণের রিক্সা চলাচলের কোনো বৈধতা রইলো না। জানা গেছে, ২০১২ সালে সিলেট সিলেট ব্যাটারি চালিত রিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ওলিউর রহমান সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিক্সা চলাচলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন। রিটের প্রেক্ষিতে আদালত স্থানীয় সরকার সচিব, সিলেট সিটি করপোরেশনের মেয়র, সিলেটের জেলা প্রশাসক ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতি রুল জারি করেন। পরবর্তীতে মামলায় পক্ষ হন সিলেট ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক কল্যান পরিষদের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সিলেট অটোরিক্সা ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু তাহের ও সিলেট রিক্সা মালিক সমাজ কল্যান সমিতির সভাপতি এমএএম শাহজাহান।সিলেট রিক্সা মালিক সমাজ কল্যান সমিতির সভাপতি এমএএম শাহজাহান বলেন, গত ১৯ জানুয়ারি শুনানী শেষে হাইকোর্টের যৌথবেঞ্চ সিলেট ব্যাটারি চালিত রিক্সা মালিক সমাজ কল্যাণ সমিতির রিট খারিজ করে দেন। ফলে সিলেটে ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে পারবে না। সিলেট রিক্সা মালিক সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্ঠা সহিদুল হোসেন আহমদ মামুন বলেন, আদালতে রিট খারিজ হওয়ায় সিলেটে ব্যাটারিচালিত রিক্সা এখন থেকে অবৈধ। এ রিক্সা মোটরযান আইন কিংবা সিটি করপোরেশনের আইন অনুযায়ী রুট পারমিট পাওয়ার যোগ্য নয়। কারণ যান্ত্রিক যানবাহনের পারমিট বিআরটিএ দিতে পারে। সিটি করপোরেশন কিংবা পৌরসভা এ ধরণের যান্ত্রিক রিক্সার পারমিট দিতে পারে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালতে রিট খারিজ সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলবে না
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ