Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া-৩ আসনে আলোচনায় জাতীয় পার্টি জামায়াত

দুপচাঁচিয়া (বগুড়া) থেকে মোঃ গোলাম ফারুক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) আসনে আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে জটিলতা বাড়ছেই। দলীয় নমিনেশন নিয়ে দুই দলের প্রার্থীদের মধ্যেই উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে, বাড়ছে শঙ্কাও। এই আসনে আওয়ামীলীগ ও বিএনপি দলীয় প্রার্থীরা কোন ভাবেই জোটের সমীকরণ মানতে চাচ্ছে না। তাদের দাবী সুষ্টু নির্বাচন হলে তারা জয়ী হবে। এ দিকে মহাজোটের শরীক দল জাতীয় পার্টি এই আসনটি ধরে রাখতে চায়। অপরদিকে বিএনপি’র শরীক দল জামায়াত এই আসনটিতে প্রতিন্দ্বিতায় অংশ নিতে চাচ্ছে। শেষ মুহুর্তের দুই জোটের আলোচনায় জাপা- জামায়াত।

জানা গেছে, দুপচাঁচিয়া-আদমদিঘী এই আসনে গত নির্বাচনে মহাজোটের বিনা প্রতিন্দ্বিদ্বতায় নির্বাচিত হন জাতীয় পার্টির আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার। এবারো তিনি মহাজোট থেকে প্রার্থী হওয়ার চেষ্টা করছেন। এ দিকে এই আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ১১ জন। এরা হলেন, জার্মান আওয়ামীলীগের উপদেষ্টা আসাদুর রহমান খন্দকার লাইজু, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অজয় কুমার সরকার, আদমদিঘী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, আদমদিঘী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মৃধার ছেলে আওয়ামীলীগ নেতা মারুফ মৃধা, বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল মতিন পিপি, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তবিবর রহমান তবি, আওয়ামীলীগ নেতা ড. জামিলুর রশিদ তালুকদার, আদমদিঘী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ছোলায়মান আলী, বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফেরদৌস স্বাধীন ফিরোজ ও সান্তাহার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারী। তারা কোনভাবেই এই আসনটি ছাড় দিতে নারাজ। ইতিমধ্যেই তারা দলীয় মনোনয়নপত্র উত্তোলন করে জমা দিয়েছেন এবং দলীয় মনোনয়ন বোডে সাক্ষাতকারে অংশও নিয়েছে। এখন তারা দলীয় নমিনেশনের প্রত্যাশায় ঢাকায় অবস্থান করে লবিং অব্যাহত রেখেছেন। অপরদিকে মহাজোটের শরীক দল জাতীয় পার্টি থেকে এ আসনে ২ জন মনোনয়ন প্রত্যাশী তাদের দলীয় মনোনয়নপত্র উত্তোলন করে জমা দিয়েছেন। এরা হলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রাদেশীক বিষয়ক সম্পাদক বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার ও জাতীয় আইনজীবী ফেডারেশন সুপ্রিম কোর্ট শাখার কনভেনার জাতীয় পার্টির নির্বাহী সদস্য এ্যাডভোকেট ড. সামছুর রহমান। এ দিকে বিএনপি’র ঘাটি হিসেবে পরিচিত এই আসনে বিএনপি’র একটি পক্ষকে নিয়ন্ত্রন করতো প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ তালুকদার। এখান থেকে তিনি বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার মৃত্যুর পর তার পুত্র বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা দুই দফা এই আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আইনের জটিলতার কারনে আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা এবার বিএনপি থেকে প্রতিন্দ›িদ্বতা করতে না করায়, এ আসন থেকে বিএনপি’র ১০ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশায় দলীয় মনোনয়নপত্র উত্তোলন করে জমা দিয়েছেন। তারাও দলীয় মনোনয়ন বোডের সাক্ষাতকারে অংশ নিয়েছেন। এরা হলেন, বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকার পত্নি মাছুদা মোমিন, আদমদিঘী থানা বিএনপি’র সভাপতি আব্দুল মোহিত তালুকদার, বগুড়া শহর বিএনপি’র সাধারন সম্পাদক হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপি’র কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট মোঃ আতাউর রহমান খান মুক্তা, বিশিষ্ট শিল্পপতি বগুড়া জেলা শ্রমিকদলের উপদেষ্টা আলহাজ্ব সুলতান মাহমুদ চৌধুরী ওরফে আমীর চৌধুরী, বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান তালুকদার বেলাল ও বগুড়া জেলা বিএনপি আইনজীবি ফোরামের সভাপতি এ্যাডভোকেট মোঃ মোকলেছুর রহমান, সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি ফিরোজ মোঃ কামরুল ইসলাম, সান্তাহার পৌরসভার পৌর বিএনপি’র সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন ভুট্টু ও শ্রমিকদলের কেন্দ্রীয় নেতা লায়ন ফরিদ আহম্মেদ। এ দিকে ঐক্যফন্টের শরীকদের মধ্যে আসন ভাগাভাগির বিষয় চ‚ড়ান্ত হওয়ার আগেই ২০ দলের অন্যতম শরীক জামায়াত এই আসনটিতে প্রতিন্দ›িদ্বতা করার সিদ্ধান্ত নিয়েছে। উপজেলা জামায়াতের সাবেক আমির উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিন্দ›িদ্বতা করবেন এমন গুঞ্জন এলাকায় চলছে। এতে করে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীরা তাদের দলীয় মনোনয়ন নিয়ে অনিশ্চিয়তার মধ্যে পড়েছে। সব মিলিয়ে দুপচাঁচিয়া-আদমদিঘী এই আসনে দুই জোটের জটিলতা বাড়ছেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় পার্টি

১৭ ডিসেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ