Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার ইসিতে বিএনপির চিঠি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৮, ১:৩৩ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচেনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবিতে ইসিতে চিঠি দিয়েছে বিএনপি

বুধবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে চিঠি পাঠিয়েছে দলটি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৫৫টি মামলায় ৫২৯ জনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে ৫ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছে। তাদের মুক্তিসহ মামলা প্রত্যাহার দাবি করে ইসিতে এ চিঠি দিল বিএনপি

চিঠিতে বলা হয়, তফসিল ঘোষণার পরও বিএনপির সম্ভাব্য প্রার্থী ও কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার সব অপকৌশল হিসাবে এ ভীতির সঞ্চার করে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা বন্ধ করতে হবে। কমিশন কার্যকর ব্যবস্থা না নিলে ভোটের পরিবেশ বিঘ্নিত হলে এর দায় ইসির ওপর বর্তাবে।

চিঠিতে আরও বলা হয়, গত ১ নভেম্বর তারিখ হতে সারাদেশে সে সকল গায়েবী মিথ্যা মামলা হয়েছে এবং ৮ নভেম্বর নিবাচনী তফসিল ঘোষণার পর রুজ্জুকৃত সেই সকল মামলার এজাহারে ৯৭১ জন নেতাকর্মী, তফসিল ঘোষণার পর থেকে ৫২৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। যার একটি তালিকাও অত্র পত্রের সাথে সংযুক্ত করা হল।


গ্রেফতার ৫ জন মনোনয়ন প্রত্যাশীরা হলেন:

১. বিএনপি নেতা মোঃ ইব্রাহিম হোসেন, বাগেরহাট-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী।

২. বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোঃ আনিসুজ্জামান খান বাবু, গাইবন্ধা-২ আসনে মনোনয়ন প্রত্যাশী।

৩. ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ আনোয়ারুল হক রয়েল, নেত্রকোনা সদর-২ আসনে মনোনয়ন প্রত্যাশী।

৪. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবি, ঢাকা মহানগর-১০ আসনে মনোনয়ন প্রত্যাশী।

৫. যশোর জেলা বিএনপির সহ সভাপতি মোঃ আবুবক্কর, যশোর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী।

এর আগে ১৫ ও ১৭ নভেম্বর দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে ইসিতে চিঠি দেয় বিএনপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ