Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ভোটের আগে সড়কে কাটাকাটি বন্ধ করতে বললেন চসিক মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জনদুর্ভোগ লাঘবে ওয়াসাসহ বিভিন্ন সংস্থার সড়কে কাটাকাটি চলতি মাসের মধ্যে শেষ করতে বললেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সংসদ নির্বাচন পর্যন্ত রাস্তা কাটার কাজ স্থগিত রাখারও পরামর্শ দেন তিনি। গতকাল (মঙ্গলবার) নগর ভবনে চসিকের ৪০তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র একথা বলেন। চসিক সচিব মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, মেয়রের একান্ত সচিব মুফিদুল আলম, উপ পুলিশ কমিশনার (সদর) শ্যামল বৈদ্য নাথ বক্তব্য রাখেন। সভায় চসিকের প্যানেল মেয়র কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিল সহ চসিকের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সরকারি ও সেবা সংস্থা দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মেয়র একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরকে প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীকে সহযোগিতার করার আহবান জানান। মেয়র বলেন জাতীয় গুরুত্বপূর্ণ এই কাজে আপনাদের ভূমিকা রয়েছে। তাই আসন্ন নির্বাচনে যাতে নগরীতে শান্তি শৃংখলা বজায় থাকে এ ব্যাপারে আপনাদের দায়িত্ব রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ