Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুরে চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার, নগদ ২০ হাজার টাকা উদ্ধার

লক্ষ্মীপুর আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ১২:৫০ পিএম

লক্ষ্মীপুরে চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ি থানা পুলিশ ইনচার্জ সোলায়মান। সকালে শহরের হাসপাতাল রোড এলাকা থেকে শাহিন আলম নামের এক চোরকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালী বেগমগঞ্জের একটি হোটেল থেকে মিজান, নুর ইসলাম, আব্দুর রহিমসহ আরো তিনজকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ২০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত প্রত্যেক ভোলা জেলার বাসিন্দা। এবং তারা ধর্ষণ, ছিনতাই, ডাকাতি প্রতারণা ও হত্যাসহ একাধিক মামলার আসামী।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলায়মান জানান, দীর্ঘদিন থেকে চোর চক্রের সদস্যরা সঙ্ঘবদ্ধ হয়ে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছে। গোপন তথ্যে ভিত্তিতে শাহিনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া ভিত্তিতে বাকীদের নোয়াখালীর বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপি ভোলাসহ বিভিন্ন থানায় ধর্ষণ, ছিনতাই, ডাকাতি প্রতারণা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লক্ষ্মীপুরে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ