পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, নির্বাচনের ব্যাপারে আমরা কোনোভাবেই জড়িত নই। এটা বাংলাদেশের জনগণ ও এখানকার দলগুলোর ব্যাপার। তবে বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবেশী দেশ ভারতের সাহায্য ‘প্রয়োজন’ রয়েছে। এ নিয়ে আমরা কিছুটা আলোচনা করে আসছি। গতকাল বিকল্পধারার প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সাথে ভারতের হাইকমিশনারের একান্তে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তারা এ কথা বলেন। বারিধারায় ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে দুপুর ১২টা ৫মিনিটে বৈঠক শুরু হয়। পরে মধ্যাহ্ন ভোজের পর সাংবাদিকদের সামনে আসেন ভারতের হাইকমিশনার ও বিকল্পধারার নেতারা।
বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান বলেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। নির্বাচনের আগে তাদের সাহায্য প্রয়োজন, এ নিয়ে আমরা কিছুটা আলোচনা করে আসছি। তবে বৈঠকে ‘মূল আলোচনা’র বিষয়বস্তু ছিল দু’দেশের মধ্যকার সুসম্পর্ক। ব্যবসায়িক রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
পরে এ বিষয়ে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, এটা একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎকার। প্রথমবারের মতো বিকল্পধারার আমন্ত্রণে এসেছি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে কোন আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের ব্যাপারে আমরা জড়িত নই কোনোভাবেই। এটা বাংলাদেশের জনগণ ও এখানকার দলগুলোর ব্যাপার। তবে নির্বাচনের আগে তাদের (বিকল্পধারার) আদর্শ ও চিন্তা কেমন তা জানতে চেয়েছিলাম।
ব্রিফিংয়ে বিকল্পধারার সভাপতিমন্ডলীর সদস্য শমসের মবিন চৌধুরী বলেন, নতুন প্রজন্মের জন্য নতুনত্ব ও ব্যতিক্রমীর রাজনীতির কথা আমরা বলেছি। আমরা বলেছি, আমরা অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি।
ব্রিফিংয়ে মাহি বি চৌধুরী বলেন, বিকল্পধারা রাজনীতিতে একটি নিউ এলিমেন্ট। আদর্শিক, গণতান্ত্রিক অবস্থানে থেকে গণতন্ত্র রক্ষার স্বার্থে আমাদের মহাজোটে যাওয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকের সঙ্গেও সাক্ষাৎ করেছে বিকল্পধারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।