Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ওমরাহ যাত্রীর সর্বোচ্চ কোটা ৫শ’ নির্ধারিত

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চলতি বছর সরকার ওমরাহ যাত্রীর কোটা সর্বোচ্চ ৫শ নির্ধারণ করেছে। তবে কোনো ওমরাহ এজেন্সির আগ্রহী ওমরাহযাত্রীর সংখ্যা বেশি হলে সংশ্লিষ্ট এজেন্সির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনে সংখ্যা বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারি করবে। রোবাবর ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৯ হিজরি/২০১৮খ্রি. অনুসারে ওমরাহ পরিচালনা সংক্রান্ত সব কার্যক্রম গ্রহণ করতে হবে।
জাতীয় হজ ও ওমরাহ নীতির অনুচ্ছেদ নং ২১.২.৩ মোতাবেক প্রতি ওমরাহ এজেন্সি সর্বোচ্চ ৫০০ জন মুসল্লিকে পাঠাতে পারবে। ওমরাহ পালনকারী কোনো ব্যক্তি মারা গেলে বা অসুস্থ থাকার কারণে যথাসময়ে দেশে ফিরতে না পারলে তা কাউন্সেলরকে (হজ) জানাতে হবে। সেই সঙ্গে প্রতি বছর হিজরি শাওয়াল মাসের ১৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে ওমরাহ পালনকারীরা যথাসময়ে দেশে ফেরার বিষয়টি পরিচালক, হজ অফিসকে অবহিত করতে হবে। এছাড়া, হজ এজেন্সিগুলো কোনো নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওমরাহ

১৪ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ