প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বেশ কিছুদিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কাজ থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। তবে সুস্থ হয়ে আবারো তিনি কাজে ফিরেছেন। এরইমধ্যে গাজীপুরে একটি অনুষ্ঠানে উপস্থাপনাও করেছেন তিনি। আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে ফেরদৌস’র প্রযোজনা সংস্থা ‘নূজহাত ফিল্মস’ ও নেয়ামুলের প্রযোজনা সংস্থা ‘ইচ্ছেমতো’ প্রযোজিত নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার শূটিং। এই সিনেমায় পূর্ণিমাকে একজন এনজিও কর্র্মীর চরিত্রে দেখা যাবে। এনজিও কর্মী হিসেবে গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাকে ছুটে বেড়াতে হবে। তাই চরিত্র অনুযায়ী তাকে একটি স্কুটিতে চড়ে গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াতে হবে। পূর্ণিমা স্কুটি চালাতে পারেন না। সিনেমার প্রয়োজনে এখন তাকে স্কুটি চালানো শিখতে হবে। তাকে স্কুটি শেখানোর দায়িত্ব নিয়েছেন ফেরদৌস। ইতোমধ্যে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। ফেরদৌস বলেন, ‘আমি চাই পূর্ণিমা স্কুটি শিখেই এতে অভিনয় করুক। চাইলেই ডামি ব্যবহার করা যেত। কিন্তু সেটা ভালো দেখাত না।’ পূর্ণিমা বলেন, ‘গাঙচিলের গল্পের প্রয়োজনেই পরিচালক এবং প্রযোজকের আগ্রহে কস্ট হলেও স্কুটি চালানো শিখছি। এর আগে স্কুটি বা সাইকেল চালানো কখনোই শিখিনি। তবে আমার বিশ্বাস কয়েকদিনের চেষ্টায় বেশ ভালো স্কুটি চালানো শিখে ফেলবো, সেই বিশ্বাস আছে। ফেরদৌসকে ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে স্কুটি চালানোতে সহযোগিতা করছে।’ উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গল্পে ‘গাঙচিল’র চিত্রনাট্য করেছেন মারুফ রেহমান। এদিকে ডিসেম্বরের শুরুতেই ফেরদৌস পূর্ণিমার নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ সিনেমারও শূটিং শুরু হবে। পূর্ণিমা নিয়মিত আরটিভিতে প্রচার চলতি ‘এবং পূর্ণিমা’রও উপস্থাপনা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।