পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মনোনয়নের নামে চিহ্নিত দাগি আসামিদের জড়ো করছে বিএনপি, যার উদ্দেশ্য ভালো নয়। আজ সোমবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আজকে কানাডার ফেডারেল আদালত এই দলকে (বিএনপি) সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে রায় দিয়েছে। আমাদের প্রশ্ন, গতকালও আমি একই প্রশ্ন করেছিলাম। নির্বাচন কমিশনের কাছে কী করে একজন দণ্ডিত, পলাতক, ফিউজিটিভ নেতা একটা দলের লন্ডনে বসে বাংলাদেশের নির্বাচন কাজে অংশ নিতে পারে? এটা কি আরপিওর সুস্পষ্ট লঙ্ঘন নয়? আমরা আবারও জানতে চাই...আজকেও দেখলাম একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।’
তিনি আরও বলেন, ‘(তারেক রহমান) ইন্টারভিউ নিয়েছে লন্ডন থেকে। আমরা নির্বাচন কমিশনের কাছে আশু ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। এটা সুস্পষ্টভাবে নির্বাচনী আইন ও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। কাজেই এ বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে এটাই আমরা আবারও দৃঢ়ভাবে আশা করি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।