নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এ বছরও খেলেছিলেন এনসিএলে, ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে দুইটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। তেমন কিছু করতে পারেননি অবশ্য, দুইটি ম্যাচ খেলে দুই অংক ছুঁয়েও আউট হয়ে গেছেন ২০ রানের নিচে। এবার বিসিএলে শেষ পর্যন্ত দলই পেলেন না আশরাফুল। উপেক্ষিত থেকেছেন অলক কাপালিও।
এনসিএলের ছয় রাউন্ডের সবগুলো ম্যাচই খেলে মাত্র ২৫৩ রান করেন আশরাফুল। ফিফটি করতে পেরেছেন মাত্র একটি। অলকের অবস্থা আরও খারাপ। ছয় ম্যাচ খেলে তার ঝুলিতে জমা পড়েছে মাত্র ১৫৯ রান। এবারের জাতীয় লিগে খারাপ পারফরম্যান্সের কারণে তাদের ধরে রাখেনি ইসলামি ব্যাংক ইস্ট জোন, আগ্রহ দেখায়নি অন্য কোন ফ্র্যাঞ্চাইজিও।
বিপিএল দিয়ে বাংলাদেশ ক্রিকেটে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ অধ্যায়ের যাত্রা শুরু। এরপর জায়গা করে নেয় ঐতিহ্যবাহী ঢাকা প্রিমিয়ার লিগে। এবার প্লেয়ার্স বাই চয়েজ শুরু হলো প্রথম শ্রেণির বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। জাতীয় ক্রিকেট লিগের সেরা ৮০ ক্রিকেটারকে নিয়ে ২১ নভেম্বর থেকে শুরু হবে এবারের আসর। গত শনিবার অনেকটা অগোচরেই হয়ে গেল ৭ম বিসিএলের ড্রাফট। বিপিএল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগের ড্রাফট হয় ঢাকঢোল পিটিয়ে। সেখানে প্রথম শ্রেণির ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগের ড্রাফট হলো নিরবে, মিডিয়া ডাইনিং রুমে!
বিসিএল মানেই জোন ভিত্তিক টুর্নামেন্ট। জাতীয় ক্রিকেট লিগের ঢাকা মেট্রো ও ঢাকা ডিভিশন নিয়ে ওয়ালটন সেন্ট্রাল জোন। ঠিক সেরকম বরিশাল ও খুলনা বিভাগ নিয়ে প্রাইম ব্যাংক সাউথ জোন, রংপুর ও রাজশাহী নিয়ে বিসিবি নর্থ জোন এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগ নিয়ে ইসলামী ব্যাংক ইষ্ট জোন। কিন্তু এবার জোন ভিত্তিক লড়াই থেকে বেরিয়ে আসছে। পাশাপাশি ফ্রাঞ্চাইজিগুলো গতবারের দল থেকে সর্বোচ্চ ছয়জন রিটেইন করতে পেরেছে। বাকিদের নেওয়া হয়েছে ড্রাফট থেকে। ২০ জনের স্কোয়াড চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ম্যাচে থাকবেন সর্বোচ্চ ১৫ খেলোয়াড়।
২১ নভেম্বর বিসিএলের প্রথম রাউন্ডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল খেলবে ওয়ালটন মধ্যাঞ্চল বিপক্ষে। রাজশাহীতে অপর ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে খেলবে ইসলামী ব্যাংল পূর্বাঞ্চল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।