Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরিণাকুন্ডুতে প্রেমিকার শ্লীলতাহানি

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ১৫ বছরের কিশোরীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় অভিযোগ দিয়েছে প্রেমিক এমিল’র বিরুদ্ধে। পুলিশ বলছে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ে না করায় মেয়েটি অভিযোগ করেছে। থানা সুত্রে বলা হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা ভাবির বাসায় বেড়াতে আসার পথে বৈডাঙ্গা বাজারের পাশে কেষ্টপুর গ্রামের রফি মিয়ার ছেলে এমিল (২৩) এবং একই গ্রামের জামাল মিয়ার ছেলে (২০) জনৈক সাহাবুলের সহযোগিতায় বৈডাঙ্গা বাজারে ওই কিশোরীর শ্লীলতাহানী ঘটায়। অভিযুক্ত এমিলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সে জানায়, মেয়েটি আমার বিরুদ্ধে সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে হরিণাকুন্ডুর দৌলতপুর ইউনিয়নের মেম্বর আফজাল মিয়া বলেন, মেয়ে খুবই গরীব ঘরের। এমিল তার সাথে যে কাজটা করেছে তার জন্য আমরা সামাজিকভাবে একটা সালিশ করে এমিল এবং মেয়ের বিয়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহন করি। কিন্তু এমিল বিষয়টা মেনে নিতে অস্বীকার করে। হরিণাকুন্ডু থানার সেকেন্ড অফিসার সরোয়ার মিয়া বলেন, মেয়ে এবং তার পরিবার থানায় অভিযোগ করেছেন যা তদন্ত করে দেখা হচ্ছে। হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনাটি ধর্ষন নয় শ্লীলতাহানী পর্যায়ে। ছেলেটা ট্রাক ড্রাইভার। মেয়েটার সাথে সম্পর্ক ছিল। ঘটনার দিন কোন একটা বিষয় নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্লীলতাহানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ