বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রাথমিক শিক্ষিকাকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে মিরাজ গাজী (২০) নামের এক যুবককে রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বস এ দন্ড প্রদান করেন। দন্ড প্রাপ্ত মিরাজ গাজী উপজেলার ছোটশৌলা গ্রামের হানিফ গাজীর ছেলে।
ওই শিক্ষিকা জানান, রোববার উপজেলা সদরে ইউআরসি প্রশিক্ষন শেষে সন্ধ্যায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে ছোটশৌলা গ্রামে পৌছলে প্রতিবেশী মিরাজ গাজী শ্লীলতাহানীর চেষ্টা করে করে। এ সময়ে ওই শিক্ষিকা দ্রুত বাড়িতে গিয়ে স্থানীয় ভগিরথপুর বাজারস্থ পুলিশ ফাড়িতে অভিযোগ দেয়। পরে পুলিশ ওই মিরাজ গাজীকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। মিরাজ গাজী ভ্রাম্যমান আদালতে তার দোষ স্বীকার করে। ভ্রাম্যমান আদালত শ্লীলতাহানীর উদেশ্য আক্রমন করার অপরাধে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।