Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ধর্ষণ-শ্লীলতাহানি এখন ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

নোয়াখালী-সিলেট, সাভার, গাজীপুরসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণ এবং শ্লীলতাহানি এখন সন্ত্রাসী প্রভাবশালীদের ক্ষমতা প্রদর্শনের হাতিয়ারে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ অভিযোগ করা হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক এম.এ. সামাদ বলেন, শুধু নোয়াখালী-সিলেট নয় সারা দেশে ধর্ষণ এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ক্ষমতাসীন দলের সদস্যরা নিজেদের ধরাছোঁয়ার বাইরে মনে করছেন। তারা নিজেদের এত ক্ষমতাসীন মনে করছে যে ভাবছে, তারা যাকে ইচ্ছা ধর্ষণ-নির্যাতন করতে পারেন। কেউ তাদের বাধা দেওয়ার নেই। নারীদের ধর্ষণ-শ্লীলতাহানি এখন তাদের ক্ষমতা প্রদর্শনের অন্যতম হাতিয়ার। এ সময় দলের অন্যান্য নেতারা অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ-শ্লীলতাহানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ