পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর শাহবাগে প্রকাশ্যে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এক বান্ধবীকে সঙ্গে নিয়ে বই মেলায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, গ্রেফতার সাদ্দাম নেশাগ্রস্থ বা মানসিক বিকারগ্রস্থ হতে পারে। তবে, কি কারণে সে এ ধরনের ঘটনা ঘটাতে যাচ্ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, এক বান্ধবীকে সঙ্গে নিয়ে শাহবাগ মোড়ে ফুলের দোকানের সামনে দিয়ে হেটে বই মেলায় যাচ্ছিলেন ওই ছাত্রী। এসময় সাদ্দাম হঠাৎ করেই তাকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে।
পরে সঙ্গে থাকা বান্ধবী সাদ্দামকে প্রতিহত করার চেষ্টা করতে থাকেন। এরপর আশপাশের লোকজন সাদ্দামকে আটক করে পুলিশে খবর দেয়।
মওদুত হাওলাদার আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাদ্দাম নেশাগ্রস্ত। তার মানসিক সমস্যাও থাকতে পারে। এ ঘটনায় ভিকটিম ছাত্রী একটি মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।