Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ছাত্রদলের যারা মনোনয়ন চান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়ার পরপরই বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসব শুরু হয়েছে। বাদ্যযন্ত্র, হাতি, মোটরসাইকেল শোভাযাত্রা, নেতাকর্মী-সমর্থকদের অংশগ্রহণে মিছিল নিয়ে ফরম উত্তোলন এবং জমা দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। পাঁচদিনে দলটির প্রার্থী হতে ফরম কিনেছেন ৪ হাজার ৫৮০ জন। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতারা রয়েছেন। রয়েছেন কেন্দ্রীয় কমিটি, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা ও অঙ্গসংগঠনের নেতাও। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের কয়েশ সাবেক ও বর্তমান ছাত্র নেতা রয়েছেন। এর মধ্যে অনেকে বিগত দিনে বিএনপির মন্ত্রী, এমপি ছিলেন। কেউবা নির্বাচন করে বিজয়ী হতে পারেন নি। আবার এবারই প্রথম নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন কেউ কেউ। ফলে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেতে চালাচ্ছেন নানামুখী লবিং-তদবির।
বিগত দিনে নির্বাচিত ছাত্রদল নেতারা: সাবেক ছাত্রনেতাদের অনেকেই অতীতে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে এমপি ও মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে- ঢাকা-২ আসন থেকে নির্বাচন করতে চান ঢাকসু’র সাবেক ভিপি ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। লক্ষীপুর-২ আসনে ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, লক্ষীপুর-৩ আসনে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চুয়াডাঙ্গা-১ ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভোলা-৪ আসনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন আলম, সাতক্ষীরা-১ আসনে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, গাজীপুর-৫ আসনে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নরসিংদী-১ আসনে ডাকসু’র সাবেক জিএস ও বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, চাঁপাই নবাবগঞ্জ-৩ আসনে বিএনপি’র যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, সুনামগঞ্জ-৫ বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন, জয়পুরহাট-২ আসনে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
সাবেক ছাত্রদল নেতাদের মধ্যে অনেকই আছেন এর আগে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হতে পারেননি আবার অনেকেই রয়েছেন যারা এবারই প্রথম প্রার্থী হতে ফরম জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন- ঢাকা-৮ আসনে ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের বর্তমান সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি ২০০৮ সালে এই আসন থেকেই নির্বাচনে অংশ নিয়েছিলেন। এ আসনে মনোনয়ন চান সাবেক এমপি ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। খুলনা-৪ আসনে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। যদিও তিনি ২০০৮ সালে ঢাকা-১৮ থেকে নির্বাচন করেছিলেন। বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন পটুয়াখালী-২ আসনে। লক্ষীপুর-৪ আসনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু। এ আসনে মনোনয়ন চাইবেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। নরসিংদী-৪ আসনে ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভ‚ঁইয়া জুয়েল। সেখানে অন্য দুই মনোনয়ন প্রত্যাশী হলেন সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল ও জয়নাল আবেদিন।
টাঙ্গাইল-২ আসনে ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ২০০৮ সালে তিনি একই আসন থেকে নির্বাচন করেন। ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ মনোনয়ন চান দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নোয়াখালী-৫ আসনে। একই আসনে মনোনয়ন চেয়েছেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক বেলাল হোসেন ইমন। নাটোর-৪ আসনে বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও নেত্রকোনা-৫ আসনে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শহীদুল্লাহ ইমরান। ছাত্রদলের রাজনীতি শেষ করার পর থেকেই ইমরান তার নিজ এলাকায় গণসংযোগ চালিয়ে আসছেন। বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি নেতাকর্মীদের সংগঠিত করা, উঠান বৈঠক, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও ইতোমধ্যে তিনি ভোটারদের মধ্যে বেশ সাড়াও ফেলেছেন শহীদুল্লাহ ইমরান। মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও ময়মনসিংহ ছাত্রদলের সাবেক নেতা মামুন বিন আব্দুল মান্নান মনোনয়ন চেয়েছেন ময়মনসিংহ- ৯ আসনে। মামুন মালয়েশিয়ায় বসবাস করলেও এলাকার মানুষের সাথে প্রতিনিয়তই যোগাযোগ রেখেছেন, যে কোন কর্মসূচিতে তিনি দেশে এসে এলাকার মানুষকে নিয়ে তা পালনও করেছেন। কিছুদিন আগে মালয়েশিয়ায় বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারকে নিয়ে আসাদুজ্জামান পং পং নামে এক ব্যক্তি কটূক্তি করলে মামুন বিন আব্দুল মান্নান জীবন বাজি রেখে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এবং পরে সেই পং পং জাতির কাছে ক্ষমাও চান। ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কামাল আনোয়ার আহমেদ মনোনয়ন চেয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে। এই আসনে ২০০৮ সালে জাহিদুল ইসলামকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। কিন্তু ভোট পাওয়ার দিক থেকে দলকে হতাশ করেছেন তিনি। সেই থেকেই ঠাকুরগাঁও-৩ আসনে নিজের অবস্থান গড়ে তুলেছেন কামাল, তরুণদের মাঝে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। ছাত্রদলের ঢাকা মহানগরের সাবেক নেতা ও বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী মনোনয়ন চান লক্ষীপুর-১ আসনে। তবে এই আসনে মনোনয়ন চান জোটের শরিক দল এলডিপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এবং ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী সাবেক এমপি নাজিমউদ্দিন আহমেদ। সিরাজগঞ্জ-৫ আসনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকবিএনপি’র সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, খুলনা-৩ আসনে সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল প্রতিদ্ব›িদ্বতা করতে চান। তিনি ইতোমধ্যে কেবল খুলনা-৩ আসনেই নয়, ওই অঞ্চলেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ভোলা-৪ আসনে ছাত্রদলের সাবেক নেতা ও যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম নয়ন, ফেনী-৩ আসনে বিএনপি’র সাবেক সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ-৪ আসনে, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন পটুয়াখালী-৩ আসনে, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ ঢাকা-৭ আসনে, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরুণ দে ও আহসানউদ্দিন খান শিপন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে, সাবেক সহ সভাপতি আমিরুজ্জামান খান শিমুল ঝিনাইদহ-৩ আসনে। ঢাকা-৫ আসনে মনোনয়ন চেয়েছেন ছাত্রদলের জহুরুল হক হলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ যোগাযোগ, আন্তর্জাতিক, আইন, সহ-সাংগঠনিক ও যুগ্ম সম্পাদক মশিউর রহমান মিশু। এই আসনেই প্রার্থী হয়েছেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। তবে তরুণ নেতা হিসেবে মিশু এলাকায় জনপ্রিয় প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।
এছাড়া ভোলা-১ আসন হায়দার আকবর লেনিন, কুমিল্লা-৪ আসনে ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, কিশোরগঞ্জ-৫ আসনে ইশতিয়াজ আহমেদ নাসির, মুন্সীগঞ্জ-১ আসনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা-১৫ আসনে যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, গাজীপুর-৩ আসনে বিএনপি’র সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মাদারীপুর-৩ আসন আনিসুর রহমান তালুকদার খোকন, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ, গাইবান্ধা-৪ আসনে অধ্যাপক আমিনুল ইসলাম, সিলেট-৪ শামসুজ্জামান, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবদুল হালিম খোকন বাগেরহাটে, সাবেক কেন্দ্রীয় নেতা আবদুল মতিন নওগাঁয়, ওবায়দুল হক নাসির টাঙ্গাইলে মনোনয়ন চেয়েছেন।
ছাত্রদলের বর্তমান কমিটির অনেকে নেতাই এবার বিএনপিধানের শীষের প্রার্থী হতে চান। এদের মধ্যে রয়েছেন- বরিশাল-৪ আসনে ছাত্রদলের বর্তমান সভাপতি রাজীব আহসান, এই আসনে ২০০৮ সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রার্থী মেজবাহউদ্দিন ফরহাদ। নরসিংদী-৩ আসনে সাধারণ সম্পাদক আকরামুল হাসান, এ আসনে মনোনয়নযুদ্ধে তাকে ২০০৮ সালের প্রার্থী তোফাজ্জল হোসেন মাস্টার ও বিএনপি’র কেন্দ্রীয় আইন সম্পাদক সানাউল্লাহ মিয়ার সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করতে হবে। নোয়াখালী-১ আসনে সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, সেখানে প্রার্থী হয়েছেন বিএনপির রুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। চট্টগ্রাম-৪ আসনে সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্নার প্রতিদ্বন্দ্বী দলের যুগ্ম মহাসচিব কারাবন্দি আসলাম চৌধুরী। যুগ্ম সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পু ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে, সহ-সভাপতি তারেকুজ্জামান ঝিনাইদহে, তরিকুল ইসলাম টিটু নাটোরে, যুগ্ম সম্পাদক ওমর ফারুক মুন্না কুমিল্লা-২ আসনে ও আরিফা সুলতানা রুমা পাবনায় মনোনয়ন চেয়েছেন।
এছাড়া এর আগে সংরক্ষিত আসনে এমপি থাকলেও এবার নির্বাচিত হতে মনোনয়ন চেয়েছেন ছাত্রদলের সাবেক নেত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা শিরীন সুলতানা ঢাকা-৯ আসনে, মাদারীপুর-২ আসনে মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, বরিশাল-৫ আসনে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, ফেনী-২ আসনে রেহানা আক্তার রানু, জামালপুর-৫ আসনে নিলোফার চৌধুরী মনি, নাটোর-৪ আসনে সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, হবিগঞ্জ-৪ আসনে শাম্মী আক্তার মনোনয়ন চান।



 

Show all comments
  • Monir ১৯ নভেম্বর, ২০১৮, ৩:৩৪ এএম says : 0
    সাবাশ, তরুণরা এগিয়ে আসো।
    Total Reply(0) Reply
  • অর্ণব ১৯ নভেম্বর, ২০১৮, ৩:৩৫ এএম says : 0
    দেশের এই টালমাটাল অবস্থায় তরুণদেরই রাজনীতির হাল ধরতে হবে।
    Total Reply(0) Reply
  • আবুল কালাম পাটোয়ারী ১৯ নভেম্বর, ২০১৮, ৩:৩৫ এএম says : 0
    মন্দ হয় না।
    Total Reply(0) Reply
  • দবির শেখ ১৯ নভেম্বর, ২০১৮, ৩:৩৬ এএম says : 0
    গুড। ভালো সিদ্ধান্ত
    Total Reply(0) Reply
  • তইমুর খন্দকার রিচি ১৯ নভেম্বর, ২০১৮, ৩:৩৭ এএম says : 0
    এদের মধ্যে অনেকেই সাহসী নেতা, তারা আসলে খারাপ হয় না।
    Total Reply(0) Reply
  • Mohammad Shah Alam ১৯ নভেম্বর, ২০১৮, ৩:৩৮ এএম says : 0
    জিয়ার সৈনিকদের এগিয়ে আসতে হবে।
    Total Reply(0) Reply
  • Emam Hasan ১৯ নভেম্বর, ২০১৮, ৪:০৩ পিএম says : 0
    খুব ভালো... দেশের গনতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্রনেতার হাতে মনোনয়ন ফরম তুলে দিলে তারাই পারবে বিজয় ছিনিয়ে আনতে... আমাদের (পটুয়াখালী ০৩)হাসান মামুন ভাইয়ের বিকল্প নেই... দেশমাতার মুক্তি চাই... সাথে সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম নিন. একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিন। গলাচিপা উপজেলাস্থ বকুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে দোয়া ও শুভ কামনা রইলো
    Total Reply(0) Reply
  • Rafee ১৯ নভেম্বর, ২০১৮, ৫:০৭ পিএম says : 0
    এখানে বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতাদের নাম নেই। যেমন- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি শেখ মোহাম্মদ শামীম ও জাবেদ হাসান স্বাধীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ