বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খারুজ্জামান লিটন বলেছেন, মহানগরীর পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে ইতোমধ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিচ্ছন্নতা র্যালী, ডাস্টবিন বিতরণ, নগরীর প্রতিটি মসজিদে বার্তা প্রেরণসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সাহেব বাজার জিরো পয়েন্ট, লক্ষীপুর, সিরোইল বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ঝকঝকে তকতকে নগরী গড়ে তুলতে এ কাজে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। নগরীর সকল ব্যানার, ফেস্টুন অপসারণ, রাস্তার ধারে নির্মাণ সামগ্রী অপসারণ বিষয়ে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। গতকাল দুপুরে নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির এক সভায় এসব কথা বলেন। রাসিকের প্যানেল মেয়র-১, ও বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি মো. সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটি সদস্য কাউন্সিলরসহ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ও পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।