Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ার্ল্ড

| প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

জুলিয়াস এভারি পরিচালিত হরর ফিল্ম ‘ওভারলর্ড’। ‘সান অফ আ গান’ (২০১৪) এভারির পরিচালনায় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র; তিনি এর বাইরে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডি-ডে’র আগের রাতে প্রাইভেট বয়েস (জোভান অ্যাডেপো) এবং এক্সপ্লোসিভ এক্সপার্ট ফোর্ডসহ (ওয়ায়েট রাসেল) একদল মার্কিন ছত্রীসেনাকে একটি ফরাসী গির্জার ওপরে স্থাপিত একটি জার্মান রেডিও টাওয়ার ধ্বংস করার দায়িত্ব দেয়া হয় যাতে মার্কিন অভিযানে বিমানের চলাচল বাধাহীন হয়। দলটি তাদের লক্ষ্যস্থলে পৌঁছে আবিষ্কার করে তারা এই জায়গাটিকে যা জেনেছে তা নয়। এটি কোনও সাধারণ সেনা স্থাপনা নয়। তারা জানতে পারে নাৎসিরা এক ধরণের সিরাম উদ্ভাবন করেছে যা মৃতকে জীবিত করে তুলতে পারে। আর জীবিত করার জন্য তারা পথের পাশে মৃত সৈনিকদের আর এলাকার মানুষদের বেছে নেয়। এজন্য তারা স্থানীয়দের অপহরণ আর খুন করতেই পিছপা হয় না। তাদের মূল লক্ষ্য হল অতিমানব সৈনিক তেরি করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়ার্ল্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ