নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের মধ্যে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ টু-এর সুপার টুয়েলভের ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে। সোমবারের এ ম্যাচ বাতিলের পর দুই দলকেই একটি করে পয়েন্ট ভাগ করে দেয়া হয়েছে। আর এই ম্যাচে ভণ্ডুল হয়ে যাওয়ায় আখেরে লাভ হয়েছে ভারত-পাকিস্তানের।
বৃষ্টির জন্য প্রাথমিকভাবে ৯ ওভার প্রতি ইনিংসের ম্যাচ খেলা হবে বলে জানানো হয়। কুড়ি ওভারের ম্যাচটি ৯ ওভারের করে হয়ে যায় এবং প্রথম ইনিংসে জিম্বাবুয়ে পুরো ৯ ওভার ব্যাটও করে। জিম্বাবুয়ে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে। তারা ৯ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৭৯ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারেই ২৩ রান সংগ্রহ করে নেয়। যদিও ১.১ ওভারের খেলা হওয়ার পরে বৃষ্টিতে ফের বন্ধ রাখতে হয় ম্যাচ। পুনরায় ম্যাচ শুরু হলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৭ ওভারে ৬৩ রানের।
তবে এর পরেই জিম্বাবুয়ের ক্রিকেটাররা অযথা সময় নষ্ট করতে শুরু করেন। হাল্কা বৃষ্টি চলছিল। তাই জিম্বাবুয়ে বুঝে যায় যে পুনরায় বৃষ্টির জন্য ম্যাচ থমকালে খেলা বাতিল হতে বাধ্য। শেষ পর্যন্ত সেটাই হয়। ৩ ওভারে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ৫১ রান তোলার পরে বৃষ্টির জন্য ফের খেলা বন্ধ হয়ে যায় এবং শেষমেশ ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হয়। দক্ষিণ আফ্রিকা জয় থেকে মাত্র ১৩ রান দূরে দাঁড়িয়ে যায়। ১ পয়েন্ট করে ভাগ করে দেয়া হয় দুই দলকে।
সুপার-টুয়েলভের গ্রুপ-টু-এ দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ের মধ্যে ম্যাচ বাতিল হওয়ার পর এই গ্রুপে অন্তর্ভুক্ত ভারত এবং পাকিস্তান দল সুবিধা পেতে পারে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। দুই দলই এখনো দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবয়ের ম্যাচ খেলেনি। গ্রুপ-টু-এ বর্তমানে বাংলাদেশ ও ভারত ২ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। দুই দলেরই নেট রান রেট প্লাস।
একইসাথে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের মধ্যে ম্যাচ বাতিলের পর দুই দলের খাতায় এক করে পয়েন্ট যোগ হয়েছে। দক্ষিণ আফ্রিকার সামনে এই ম্যাচে জিতে দুই পয়েন্ট নেয়ার সুযোগ ছিল, কিন্তু এখন তাদের এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েকে তাদের পরবর্তী ম্যাচগুলো বড় ব্যবধানে জিততে হবে। সেখানে সুবিধে পাবে ভারত এবং পাকিস্তান। তাদের উপর চাপ আগের চেয়ে অনেকটাই কমে গেল।
এখন যা পরিস্থিতি, তাতে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটাই এই গ্রুপের ভাগ্য নির্ধারণ করবে। পাশাপাশি ভারত যদি বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডসকে হারাতে পারে, তবে তাদের পরের পর্বে যেতে সমস্যা হবে না। সে ক্ষেত্রে ভারত যদি দক্ষিণ আফ্রিকার কাছে হেরেও যায়, তা হলেও কোনো সমস্যা হবে না।
গ্রুপ টু-র পয়েন্ট টেবল
টিম বাংলাদেশ- ম্যাচ-১, জয়-১, হার-০, টাই-০, পয়েন্ট-২, রানরেট : +০.৪৫০
টিম ভারত- ম্যাচ-১, জয়-১, হার-০, টাই-০, পয়েন্ট-২, রানরেট : +০.০৫০
টিম দক্ষিণ আফ্রিকা- ম্যাচ-১, জয়-০, হার-০, টাই-১, পয়েন্ট-১, রানরেট : --
টিম জিম্বাবোয়ে- ম্যাচ-১, জয়-০, হার-০, টাই-১, পয়েন্ট-১, রানরেট : --
টিম পাকিস্তান- ম্যাচ-১, জয়-০, হার-১, টাই-০, পয়েন্ট-০, রানরেট : -০.০৫০
টিম নেদারল্যান্ডস- ম্যাচ-১, জয়-০, হার-১, টাই-০, পয়েন্ট-০, রানরেট : -০.৪৫০
সূত্র : হিন্দুস্তান টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।