Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সরিষাবাড়ীতে নৌকার মনোনয়ন গুজব

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা- | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ৬:৫৯ পিএম

রোববার দুপুরে সরিষাবাড়ীতে নৌকার মনোনয়ন খবর ছড়িয়ে পড়লে উপজেলার সর্বত্র আনন্দ মিছিলের পরিবর্তে সুর উঠে হাই হুতাশ। খবরটি নিশ্চিত করতে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা, জেলা সদরের বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করা হলে তার বিষয়টি ভুয়া বলে মন্তব্য করেন। এদিকে দক্ষিণ সরিষাবাড়ীর তারাকান্দি জগন্নাথগঞ্জ ঘাট, শিমলা বাজার সহ বেশ কিছু এলাকায় ডাঃ মুরাদ হাসানের পক্ষে মিষ্টি বিতরনের খবর পাওয়া গেছে। এদিকে নৌকা প্রতিকের প্রবীন প্রার্থী তেজগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি প্রিন্সিপাল আব্দুর রশীদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পার্টির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুর ৪ আসনের এখনো ঘোষনা দেননি। আকাশে চাদঁ উঠলে সবাই দেখবে। প্রার্থী প্রিন্সিপাল আব্দুর রশীদের পক্ষের লোকজনের সাথে যোগাযোগ করা হলে তারা খবরটি ভুয়া বলে মন্তব্য করেন। মনোনয়ন নিশ্চিত ব্যাপারে আরেক নৌকার তরুন প্রার্থী সাবেক এমপি ডাঃ মুরাদ হাসানের সাথে মোবাইলে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নাই। মোট কথা চার ভাগে বিভক্ত সরিষাবাড়ীর আওয়ামী লীগের নেতাকর্মীরা হাই হুতাশে দিনাতিপাত করছে। জানিনা কে পায় নৌকার প্রতিক। কার ভাগ্যে আছে রাজ টিকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনোনয়ন

১৭ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ