Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় জশনে জুলুস

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চট্টগ্রামের পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী কল্যাণ সংস্থার উদ্যেগে গতকাল শনিবার জশনে জুলুছ ও মিলাদুন্নবী (দ.) উপলক্ষে এক বিশাল র‌্যালী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে।

পরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন পটিয়া সাতগাউছিয়া দরবার শরীফের পীর মাওলানা শেখ সৈয়দ ফরমান উল্লাহ সুলতানপুরী। মাহফিল উদযাপন কমিটির আহবায়ক মো. নুরুল ইসলামের স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক হাফেজ মো. ফারুক আল কাদেরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্জুমানে গাউসুল আজম সুলতানপরীর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরজাদা মুফতি শেখ সৈয়দ হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী, আমির ভাÐার দরবারের শাহজাদা সৈয়দ মুহাম্মদ শহিদ শাহ আমিরী, সাতগাউছিয়া দরবারের মুফতি সৈয়দ মোখতার রেজা মাছুমি সুলতানপুরী, পটিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান আবদুল খালেক, মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, এস এম আলাউদ্দিন আশরাফী, সৈয়দ হাচ্ছানুল হক্ব নঈমী, আল্লামা আবদুল আজিজ, মাওলানা সামশুল আলম খায়েরী, ভাইস প্রিন্সিপাল সহিদুল হক হোসাইনী, প্রভাষক হমিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)-এর পৃথিবীতে আগমনে বিশ্ববাসী আজ নুরানী আলোয় আলোকিত হয়েছে। যারা প্রিয় নবী মুহাম্মদ (স.)কে স্বীকার করে না তারা মুমিন নয়। যারা নবীকে মানে ও তার আদর্শকে ধারণ করেছে তারাই প্রকৃত মুমিন মুসলমান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ