পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ বলেছেন, ঈদ-এ মিলাদুন্নবী (সা:) জশনে জুলুস বিশ্ব মুসলিম ঐক্য ও সংহতির স্মারক। এ জুলুসে শরিক হওয়ায় ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। বুধবার জামেয়া অডিটোরিয়ামে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুসে উপলক্ষে গঠিত মিডিয়া উপ-কমিটির প্রতিবেদন গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। কমিটির আহবায়ক মুহাম্মদ আমির হোসেন সোহেলের নেতৃত্বে এক প্রতিনিধি দল জুলুসের উপর দেশ-বিদেশের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত রিপোর্টের একটি প্রতিবেদন আল্লামা সাবির শাহর হাতে তুলে দেন। এ সময় ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সামসুদ্দিন, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন সাকের, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদারসহ আনজুমান ট্রাস্ট- গাউসিয়া কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার জামেয়ার জুলুস ময়দানে নামাজে জুমায় খুতবা পেশ করবেন আল্লামা সাবির শাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।