Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলাম প্রচারে ফারেগীনদের দায়িত্ব পালন করতে হবে -দেওবন্দের আল্লামা কামারুদ্দীন

জামিআ রাহমানিয়ার ফুযালা সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

 শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ‘ফুযালা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রতিষ্ঠানটির ৩৩ বছরের দাওরায়ে হাদিস সমাপনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া সম্মেলনের প্রথম পর্বে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মোহতামিম মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদীস মাওলানা কামারুদ্দীন। তিনি বলেন, কওমি মাদরাসা থেকে যারা শিক্ষা সমাপন করে বের হচ্ছেন, তাদের গুরু দায়িত্ব হলো দীন ইসলামের সর্ব মহলে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দেওয়া। তিনি ছাত্রদের ইমল ও আমলি উন্নতির প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেফাকের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক এমপি বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, জামিয়া রাহমানিয়ার মুহাদ্দিস মাওলানা ইসহাক, প্রধান মুফতি মুফতি হিফজুর রহমান, জামিআ মুহাম্মদিয়ার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম, মসজিদুল আকবর কমপ্লেক্সের ইমাম ও খতিব মুফতি দিলাওয়ার হুসাইন, দৈনিক নয়াদিগন্তের সহকারী সম্পাদক মাওলানা লিয়াকত আলী, জামিআ রাহমানিয়ার শিক্ষাসচিব মাওলানা আশরাফুজ্জামান প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখেন, ফুযালা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহŸায়ক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা বাহাউদ্দীন আহমদ (গাজীপুরী)। প্রাণবন্ত অনুষ্ঠানে জামিয়ার সকল শিক্ষার্থীদের নিয়ে একটি স্থায়ী পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরিষদের নাম নির্ধারণ করা হয় ‘রাহমানিয়া ফুযালা পরিষদ’। সম্মেলনে উপদেষ্টা ও নির্বাহী পরিষদের দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ