পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের প্রার্থীদের পক্ষে প্রচারনা চালাবে কেন্দ্রীয় ১৪ দল। এ উপলক্ষে জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে আহবায়ক করে ২৪ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।
গতকাল দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে এ কথা জানান নাসিম।
তিনি বলেন, সারাদেশের বিভিন্ন আসন গুলোতে গিয়ে সভা, সমাবেশের মাধ্যমে জোটরে প্রার্থীর পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রচার প্রচারণা করবো। নির্বাচনের আগে সারাদেশের যতগুলো আসনে সম্ভব আমাদের এই টিম প্রচার-প্রচারনা চালাবে।
আগামী বিজয় দিবস (১৬ ডিসেম্বর) থেকে সারাদেশের সকল জেলা উপজেলায় বিজয় মঞ্চ করা হবে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এই সকল বিজয় মঞ্চ থেকে মুক্তিযুদ্ধ সময়কার গান, মুক্তিযুদ্ধের উপর নির্মিত বিভিন্ন নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করা হবে।
বিজয়ের মাস এলেই বিএনপি-জামায়ত জোট ভায় পায় উল্লেখ করে তিনি বলেন, ঐক্যফ্রন্ট নির্বাচন পেছানোর দাবী জানিয়েছে। তারা বিজয়ের মাস ডিসেম্বররে নির্বাচন চায় না। কারণ তারা বিজয়ের মাস ডিসেম্বর এলেই ভয় পায়। তাদের মনে হয়ে যায় ৭১এর পরাজয়ের কথা।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ গ্রহণ করায় তাদের স্বাগত জানিয়ে হাসানুল হক ইনু বলেন, যুদ্ধপরাধীদের বিষয়ে মুখবন্ধের নীতিকে নিন্দা জানাচ্ছি। অপরাধীদের পক্ষে ওকালতি করবেন বা হালাল করার চেষ্টা করবেন না। মীমাংসিত কোন বিষয় নিয়ে বিভ্রান্ত ছড়াবেন না। বাংলাদেশকে আর হত্যাকারি-আগুন সন্ত্রাসীদের হাতে যেতে যাওয়া যাবে না।
২৪ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক ১৪ দলের মুখাত্র মোহাম্মদ নাসিম। অন্য সদস্যরা হলেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাম্যবাদি দলের পলিট ব্যুরোর সদস্য লুৎফর রহমান, বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ন্যাপের কার্যকরী সভাপতি আমিনা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, ভারপ্রাপ্ত মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, গণআজাদী লীগের সভাপতি এ্যাড. এস. কে শিকদার, মহাসচিব মুহাম্মদ আতা উল্লাহ খান, গণতান্ত্রিক মজদুর পাটির সভাপতি জাকির হোসেন, বাসদের আহবায়ক রেজাউর রশীদ খান, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, যুগ্ম-আহ্বায়ক ডা. অসিত বরণ রায়, বাসদের সদস্য হামিদুল কিবরিয়া চৌধুরী। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।