Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনা-১ আসনে নিজামী পুত্রের প্রার্থীতা নিয়ে ধোঁয়াশা

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ৫:৩৯ পিএম | আপডেট : ৮:৪৯ পিএম, ১৭ নভেম্বর, ২০১৮

মৃত্যুদন্ডে দন্ডিত জামায়াতের সাবেক আমীর মাও: মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে এক ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তার পক্ষে মনোনয়ন তুলেছেন, আবুল বাশার নামে একজন জামায়াত নেতা এ তথ্য নিশ্চিত হওয়া গেলেও তিনি নির্বাচনে অংশ নেবেন বলে এক সূত্রে জানা গেছে। সাঁথিয়া-বেড়ায় জামায়াতের অনেকেই এখন হিডেন অবস্থায় রয়েছেন বলে একজন সাংবাদিক আমাকে নিশ্চিত করেছেন। ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। এরপর আর আবুল বাশারকেও দেখা যাচ্ছে না । তার সাথে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। তুর্কি এবং বৃটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন , ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি এই আসনে নির্বাচন করবেন না এবং দেশেও আসছেন না বলে শোনা যাচ্ছে। এর আগে এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ডা: আব্দুল বাসেতের নাম ঘোষণা করা হয়। এরপর বিক্ষুদ্ধ জামায়াতের কয়েকজন নেতা-কর্মী নাজিবুর রহমান মোমনের প্রার্থীত্বা দাবি করে সাঁথিয়া জামায়াত অফিসে তাল লটকিয়ে দেয়। তারপর মোমেনের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়। পাবনা-১ আসনে জামায়াত ঘোষিত অপর প্রার্থী ডা: আব্দুল বাসেতের সাথে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনোনয়ন

১৭ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ