Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌবাহিনীর ক্বিরাত-আযান প্রতিযোগিতা শেষ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০১৮ গতকাল ঢাকা সেনানিবাসে নৌবাহিনী ঘাঁটি হাজী মহসীন মসজিদে সমাপ্ত হয়েছে। চার দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী দিনে নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর এম আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে ঢাকা নৌ অঞ্চলের পদস্থ কর্মকর্তা এবং বিপুল সংখ্যক নৌসদস্য উপস্থিত ছিলেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতায় নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ২৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্য থেকে ক্বিরাত প্রতিযোগিতায় বানৌজা হাজী মহসীন দলের এম জাকির হোসেন, মিউজ-১ প্রথম, পেট্টোল ক্রাফট স্কোয়াড্রন দলের এম শিহুল ইসলাম, এলএস, দ্বিতীয় এবং বিএন ডকইয়ার্ড দলের এম রায়হান, এবি তৃতীয় স্থান অধিকার করে। অপরদিকে আযান প্রতিযোগিতায় বানৌজা হাজী মহসীন দলের এম জাকির হোসেন, মিউজ-১ প্রথম ও এম মঞ্জুরুল ইসলাম, এলএস দ্বিতীয় স্থান অধিকার করে। এছাড়া ফ্্িরগেট স্কোয়াড্রন দলের এম খালেকুজ্জামান, সিপিও এবং বানৌজা ঈসা খান দলের এম সুমন ও এলএমএ যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌবাহিনী

১৯ আগস্ট, ২০২২
১৭ জানুয়ারি, ২০২২
১৩ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ