Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

ভারত-রাশিয়া মহড়া
ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ভারতের উত্তর প্রদেশের ঝঁসিতে ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া ‘ইন্দ্র ২০১৮’। বহুজাতিক দৃশ্যপটে সন্ত্রাস দমন অপারেশন পরিচালনায় দুই দেশের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষিত করা এই মহড়ার লক্ষ্য। অতীতে মাত্র একটি সার্ভিসের অংশগ্রহণে মহড়া ইন্দ্র অনুষ্ঠিত হলেও ২০১৭ সাল থেকে ট্রাই-সার্ভিস মহড়া হিসেবে এটি আয়োজন করা হচ্ছে। ইন্দ্র-২০১৭ অনুষ্ঠিত হয় জাপানের কাছে রাশিয়ার ভ্লাদিভস্তক ও ২৪৯তম কম্বাইন্ড আর্মি রেঞ্জ সার্জিভিস্কিতে। এসএএম।


কেজি দরে বিক্রি হয় টাকা
ইনকিলাব ডেস্ক : মানুষের দৈনন্দিন চাহিদার ভিত্তিতে পৃথিবীর সব দেশেই বাজার রয়েছে। যেখানে মাছ-গোশত, শাক-সবজি ও পোশাক পাওয়া যায়। তবে রাস্তার পাশে বা বাজারে কখনো কেজি দরে টাকা বিক্রি করতে দেখেছেন? বস্তা বস্তা টাকা নিয়ে বসে ব্যবসায়ীর কাছ থেকে প্রয়োজন মতো টাকা কিনে নিচ্ছেন সাধারণ মানুষ। এমন বিচিত্র বাজার রয়েছে আফ্রিকার ছোট্ট দেশ সোমালিল্যান্ডে। এখানে বিক্রি হয় টাকা। তবে সেই টাকা জাল বা নকল নয়। অবিশ্বাস্য হলেও সত্যি সেখানে বিক্রি হয় একেবারে আসল টাকা। খোলা রাস্তায় দিনে দুপুরে ক্রেতারা বিনিময় করে নিয়ে যান রাশি রাশি নোট। রয়টার্স।


দুই খেমার নেতা দোষী
ইনকিলাব ডেস্ক : গণহত্যার দায়ে কম্বোডিয়ার দুই খেমার রুজ নেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। জাতিসংঘ সমর্থিত এক ট্রাইব্যুনালে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে আগে থেকেই যাবজ্জীবন কন্ডারাদন্ড ভোগ করছিলেন তারা। এবার গণহত্যার দায়ে নতুন করে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হলো। খেমার রুজের শাসনামলে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে ২০১৪ সাল থেকে যাবজ্জীবন কারাদন্ড ভোগ করছেন নুওন চে ও খিউ সাম্ফান। গণহত্যার পাশাপাশি জোরপূর্বক বিয়ে, ধর্ষণ ও সাম্প্রদায়িক নির্যাতনের অভিযোগেও তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। রয়টার্স।


ভারত গরিব দেশ
ইনকিলাব ডেস্ক : কোনো ব্যয়বহুল টুর্নামেন্ট আয়োজন করার মতো সামর্থ্য নেই ভারতের। তাদের বড় কোনো আসর আয়োজন করা উচিত নয়। আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে এভাবেই ভারতকে কটাক্ষ করলেন ব্রিটিশ রেসার লুই হ্যামিল্টন। পাশাপাশি ভিয়েতনাম ও তুরস্কের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এই রেসার। স¤প্রতি ভিয়েতনামে বানানো রেসিং ট্র্যাকের নতুন ভেন্যুর বিষয়ে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগেও ভিয়েতনামে গিয়েছি। ভিয়েতনাম খুব সুন্দর একটা দেশ। এসময় তিনি বলেন, ‘আমি কয়েক বছর আগে ভারতে এসেছিলাম। ওখানে রেসিং করতে গিয়ে আমার অভিজ্ঞতা মোটেই ভালো ছিলনা।’ বিবিসি।


সলোমন দ্বীপপুঞ্জে ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলীয় সলোমন দ্বীপপুঞ্জে শুক্রবার ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গ্রিনিচ মান সময় ০৩২৬ টায় ভূমিকম্পটি আঘাত হাণে। প্রাথমিকভাবে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ১০ দশমিক ৪ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ ও ১৬৩ দশমিক ৪ ডিগ্রী পূর্ব দাঘিমাংশে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভের ৩৩ কিলোমিটার গভীরে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ