মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপান সাগরে দক্ষিণ কোরীয় একটি ট্রলার ও জাপানি একটি মাছ ধরার নৌকার মধ্যে সংঘর্ষের পর সাগর থেকে ১৩ নাবিককে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩৮ মিনিটে উভয়দেশের দাবি করা একটি দ্বীপ থেকে ৩৩০ কিলোমিটার উত্তরপূর্বে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দক্ষিণ কোরীয় কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষে দক্ষিণ কোরিয়ার ৪৮ টনি ট্রলারটি আংশিক ডুবে যায়। এ সময় আশপাশে থাকা মাছ ধরার জলযানগুলো ওই ট্রলারের ১৩ নাবিকের সবাইকে উদ্ধার করে। টোকিও থেকে জাপানি মন্ত্রিসভার মুখ্যসচিব ইয়োশিহিদি সুগা এ সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে এ ঘটনায় জাপানি নৌকার কেউ আঘাত পাননি বলে জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ায় দোকদো ও জাপানে তাকেশিমা নামে পরিচিত একটি দ্বীপের উত্তরপূর্বে জাপান সাগরে ঘটনাটি ঘটেছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।