Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৮, ১:৩২ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে রাজীব বিশ্বাস (২৮) নামের এক কৃষক মারা গেছেন।
বুধবার সকালে কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের আন্ধারকোটা গ্রামের একটি জমির পাশ থেকে ওই কৃষকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজীব বিশ্বাস ওই গ্রামের খোকন বিশ্বাসের ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, আন্ধারকোটা গ্রামের ব্রজেন বিশ্বাস ইঁদুর মারার জন্য জিআই তার দিয়ে নিজ জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। মঙ্গলবার রাতে রাজীব বিশ্বাস নিজ জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে ওই বৈদুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে বুধবার সকালে এলাকাবাসী রাজীবের মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ