Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙ্গায় অগ্নিকান্ডে তিন দোকান ভস্মীভূত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ অগ্নিকাÐের ঘটনায় ৩টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে দোকানে থাকা নগদ টাকা, মালামালসহ আসবাবপত্র পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। সোমবার শেষ রাতে ভাঙ্গা পৌরসদরের ভাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে শাহিন মাতুব্বরের মুদি দোকান, টিটু মোল্লার মুদি দোকান ও ডা. শফিকুল ইসলামের হোমিও ওষুধের দোকান রয়েছে।

স্থানীয় ব্যাবসায়ী এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৫ টার দিকে বাজারের টিটু মোল্লার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশে থাকা দোকানগুলো ভস্মিভূত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আগুন নিভাতে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের লোকজন দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ