বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সরকারের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রামের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে জেলা ও মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে প্রিন্সিপাল আল্লামা মোখতার আহমেদ, প্রিন্সিপাল আল্লামা আবুল ফারাহ মো. ফরিদউদ্দিন, প্রিন্সিপাল আল্লামা আবুল বয়ান হাশেমী ও প্রিন্সিপাল আল্লামা ইসমাইল নোমানী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সদিচ্ছা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রচেষ্টায় এই দাবী পূরণ হয়েছে। ভবিষ্যতেও শিক্ষকদের বাকি দাবীগুলো পূরণ হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।