পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আসামের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ শনিবার (১৫ মে) গণমাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অভিনন্দন বার্তায় ড. মোমেন বলেন, বাংলাদেশ উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী।
তিনি আশা প্রকাশ করেন, নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভারতের 'পূর্বমুখী নীতি' এগিয়ে যাবে, একই সঙ্গে আসাম শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
এদিকে, ড. মোমেনের অভিনন্দন বার্তার পরিপ্রেক্ষিতে ধন্যবাদ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।
আজ শনিবার এক টুইট বার্তায় ড. হিমন্ত বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি বাংলাদেশ সফরকালে জানিয়েছেন, একুশ শতকে উভয় দেশের একযোগে এগিয়ে যাওয়ার জন্য আগামী ২৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী আমরা এগিয়ে যেতে চাই'।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।