Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিওএ’র সভাপতি নির্বাচন ২৮ নভেম্বর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি পদে নির্বাচনের জন্য সোমবার তফসিল ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগামী ২৮ নভেম্বর এনএসসি টাওয়ারের ষষ্ঠতলাস্থ সভাকক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার দিনই নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগামীকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এই নির্বাচনের মনোয়নপত্র বিতরণ হবে ১৮ নভেম্বর। পরদিন তা দাখিলের দিনক্ষণ নির্ধারণ হয়েছে। প্রার্থীতা প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ নভেম্বর। সাবেক সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক সম্প্রতি পদত্যাগ করায় বিওএ’র সভাপতি পদটি খালি হয়। তিনি ২০১৬ সালে প্রথমবার বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিওএ সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তৎকালীন সভাপতি ইকবাল করিম ভূঁইয়া পদত্যাগ করলে সাবেক এই সেনা প্রধান নির্বাচনে অংশ নেন। কিন্তু তখন এই পদে অন্য কোন প্রার্থী না থাকায় সভাপতি হন আবু বেলাল মুহাম্মদ শফিউল হক। এরপর ২০১৭ সালে ৮ এপ্রিলের নির্বাচনেও তার কোন প্রতিদ্ব›িদ্ব ছিলেন না। নির্বাচনে ৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে দ্বিতীয়বার বিনা প্রতিদ্বা›িদ্বতায় জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হককে বিওএ’র সভাপতি নির্বাচিত করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ