Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনৈতিক কারণে গ্রেফতার নয়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৮, ১২:০১ এএম

রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার না করার নির্দেশনা দেয়া হয়েছে পুলিশকে। এ ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে না জানিয়ে কোনো রাজনৈতিক মামলাও করা যাবে না। গত শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষুদে বার্তায় এই নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। ডিএমপির সূত্রে বিষয়টি জানা গেছে।
পুলিশের সহকারী কমিশনার (এসি) ও তার ঊর্ধ্বতনদের পাঠানো ইংরেজিতে লেখা ওই ক্ষুদে বার্তায় কমিশনার বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমাদের অবগত না করে কোনো রাজনৈতিক গ্রেফতার ও মামলা না দেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই বার্তায় আরও বলা হয় যে, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার ও কোনো দুর্ঘটনার মামলা দায়েরের ক্ষেত্রে কোনো বাধা নেই। দেশের রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে এটি একটি স্বল্পমেয়াদি পরিকল্পনা। এ বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা বলেন, পুলিশ কখনও সুস্পষ্ট অভিযোগ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। এটি পুলিশের পেশাগত আচরণ ও নীতির পরিপন্থী। তিনি আরও বলেন, পুলিশ আগে থেকেই রাজনৈতিকভাবে কাউকে গ্রেফতার করতো না, মামলা দিত না। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা এ ধরনের আনুষ্ঠানিক (লিখিত) কোনো নির্দেশনা পাইনি। তবে পুলিশের একাধিক উপ-কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোবাইল ফোনে ডিএমপি কমিশনারের ক্ষুদে বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম একটি দাবি ছিল নেতাকর্মীদের গ্রেফতার না করা। এমনকি গত বৃহস্পতিবারের রাজশাহী অভিমুখের ঐক্যফ্রন্টের রোডমার্চটিও এ জন্য বাতিল করা হয় বলে ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে।



 

Show all comments
  • Mohammad Mosharraf ১২ নভেম্বর, ২০১৮, ১১:৩৫ পিএম says : 0
    দেশের মানুষ এখন আর এদের কথা বিশ্বাস করে না। দলবাজ কর্মকর্তারা আওয়ামী লীগের চেয়েও বড় লীগার হয়ে বসে আছে।
    Total Reply(0) Reply
  • Munshi ১২ নভেম্বর, ২০১৮, ১১:৩৬ পিএম says : 0
    শুধু মুখেই, কাজে ঠিক উল্টোটা।
    Total Reply(0) Reply
  • Obaydur Rahman Babu ১৩ নভেম্বর, ২০১৮, ১:১৯ এএম says : 0
    অশেষ ধন্যবাদ।দয়া করে আপনারা নিরপেক্ষ দ্বায়িত্ব পালন করুন দেশবাসী আপনাদের হাজার সালাম জানাবে।
    Total Reply(0) Reply
  • এম হোসাইন ১৩ নভেম্বর, ২০১৮, ১:২০ এএম says : 0
    দুঃশাসন ও অপশাসন প্রতিরোধে নৌকা প্রতীক বর্জন করুণ নৈতিকবোধ জাগ্রত করে আপনার ভোটটি প্রদান করুণ
    Total Reply(0) Reply
  • Md Kamrul Islam ১৩ নভেম্বর, ২০১৮, ১:২১ এএম says : 0
    কথা আর কাজ মিল থাকা উচিৎ। তা হলে মানুষ আপনাদেরকে সম্মান করবে।
    Total Reply(0) Reply
  • Mohammed Emam Gazi ১৩ নভেম্বর, ২০১৮, ১:২১ এএম says : 0
    thanks
    Total Reply(0) Reply
  • সালফিউরিক এসিড ১৩ নভেম্বর, ২০১৮, ১:২২ এএম says : 0
    কমেডি বন্ধ করেন।।।।।বাস্থবতায় দেখান। এধরনের বক্তিতা জনগনের নিকট হাইস্যকর
    Total Reply(0) Reply
  • MH Shohag ১৩ নভেম্বর, ২০১৮, ১:২৩ এএম says : 0
    কথায় আর কাজে মিল থাকলে হতো, যা আমরা দেখিনি শুধু বলার বেলায় বলো তোমরা।
    Total Reply(0) Reply
  • এম ডি রাফিউল ইসলাম ১৩ নভেম্বর, ২০১৮, ১:২৪ এএম says : 0
    ক্যামনে কি, আবহাওয়া চেঞ্জ হচ্ছে মনেহয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ