Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভিন্ন স্থানে আ.লীগের মনোনয়ন সংগ্রহ

মনোনয়ন লড়াই

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন আসনে আওয়ামী লীগ প্রার্থীরা দলীয় মনোনয়ন ক্রয় করেছেন। প্রতি আসনে একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। এদের মধ্যে পটুয়াখালী-৪ (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনে গতকাল দুপুর পর্যন্ত ৩০, জামালপুর ৪ (সরিষাবাড়ী) ১২ জন, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ১৩ জন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে আ.লীগ ১১জন প্রার্থী।

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালী-৪ (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনে গতকাল দুপুর পর্যন্ত ৩০ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। হঠাৎ করে এ আসনে প্রার্থীদের ছড়াছড়ি দেখে ভোটাররাও বিস্মিত। স্থানীয় একাধিক আওয়ামীলীগ নেতা-কর্মীরা জানান, দলীয় কোন কর্মকান্ড কিংবা এলাকার উন্নয়নমুলক কোন কর্মকান্ডে অধিকাংশ প্রার্থীকে এলাকায় দেখা না গেলেও নির্বাচন এলে এই প্রার্থীরা প্রতীক পাওয়ার যুদ্ধ শুরু করে। এই আসনের বর্তমান সংসদ সদস্য মো.মাহবুবুর রহমান সহ তার ভাই মো. হাবিবুর রহমান, আলাউদ্দিন আহমেদ, মোতালেব তালুকদার, বিপুল চন্দ্র হাওলাদার,এসএম রাকিবুল আহসান, মো.দেলওয়ার হোসেন, মো.আবদুল্লাহ আল ইসলাম, নিহার রঞ্জন মিলটন, মুরসালিন আহম্মেদ, মো.মহিবুর রহমান, সৈয়দ নাসির উদ্দিন, মো.শামিম আল সাইফুল প্রমুখ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্টাফ রিপোর্টার, পাবনা ও ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা জানান, পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনে ভূমিমন্ত্রীর আসনে তাঁর জামাই ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে এই আসনে মোট ১৫ জন আ.লীগের মনোনয়ন সংগ্রহ করলেন। ভূমিমন্ত্রীর জামাতা মনোনয়ন সংগ্রহ করায় মন্ত্রী বিব্রতকর অবস্থায় পড়েছেন বলে অনেকের ধারণা। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি মনোনয়ন সংগ্রহ নিয়ে বলেছেন, দলের মনোনয়ন সংগ্রহ যে কোন ব্যক্তিই করতে পারেন।
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগের ১২ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁরা হলেন- সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক এমপি ডা. মুরাদ হাসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পানিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুর রশীদ, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য ফজলুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, নিলুফার ইয়াসমিনসহ প্রমুখ।

সখিপুর(টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ১১ জন। তারা হলেন বর্তমান এমপি অনুপম শাহজাহান জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ, সখিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত সিকদার, জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খানসহ প্রমুখ ।

বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএম জালাল উদ্দীন। তিনি সম্প্রতি বোয়ালমারীতে কৃষকলীগের এক কর্মীকে গুলি করে হত্যাকারী পলাতক আসামি সৈয়দ আবুল বাশার ও সৈয়দ ফারুক হোসেনকে সাথে নিয়ে মনোনয়ন পত্র কিনেছেন। ফলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। কৃষকলীগের কর্মী হত্যাকারী খুনিকে সাথে নিয়ে মনোনয়ন কেনার কি অর্থ, তা এখন খুজে দেখছে জনসাধারন। জালাল উদ্দীনের নিজ উপজেলা আলফাডাঙ্গাসহ অন্য উপজেলার নেতা-কর্মীরাও ক্ষুব্ধ হয়েছেন।
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনে আওয়ামী লীগের ১৩জন মনোনায়ন প্রত্যাশী আবেদনপত্র ক্রয় করছেন। মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমাজসেবক ইউসুফ মাহমুদ ফরাজি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খলিলুর রহমান, সাবেক এমপি ডাঃ আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ এম নজরুল ইসলাম, পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিউদ্দীন আহমেদ ফেরদৌস, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মহারাজ, যুব মহিলা লীগের নেত্রী শাহনাজ পারভীন ডলিসহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনোনয়ন

১৭ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ