Inqilab Logo

রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ০৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে পুলিশের সামনেই তরুনীকে পেটাল প্রতিপক্ষ

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৮, ৭:১২ পিএম
ঝালকাঠির রাজাপুরে পুলিশের সামনেই ফাহিমা আক্তার (২০) নামে এক তরুনীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে উপজেলার পুটিয়াখালী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ওই তরুনীকে রাজাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ফাহিমা পুটিয়াখালী গ্রামের সৈয়দ আলী সিকদারের মেয়ে।
আহত ফাহিমা জানায়, তাদের সঙ্গে দির্ঘদিন ধরে একই বাড়ির আবুল হোসেন সিকদার ও তাঁর পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি জমি দখলের অভিযোগ এনে ফাহিমাদের বিরুদ্ধে রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ করে প্রতিপক্ষ। বুধবার অভিযোগের তদন্ত করতে যায় রাজাপুর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম। তিনি উভয় পক্ষকে ডেকে কথা বলছিলেন। এ সময় প্রতিপক্ষ আবুল হোসেন সিকদারের ছেলে পুলিশ সদস্য শাহাদাৎ সিকদার (রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত), তাঁর ভাই বাদশা সিকদার, মেয়ে মারুফা আক্তার, ফারজানা আক্তার ও সুখি আক্তার পুলিশের সামনেই ফাহিমাকে পিটিয়ে আহত করে। পুলিশ তাকে রক্ষা করার কোন চেষ্টা করেনি বলেও অভিযোগ করেন ফাহিমা।
এ বিষয় জানতে চাইলে সুখি আক্তার বলেন, আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আমরা কাউকে মারধর করিনি। তাছাড়া আমার ভাই একজন পুলিশ সদস্য। তিনি আইনের লোক হয়ে বেআইনি কাজ করতে পারেন না। 
রাজাপুর থানার এএসআই আবুল কালাম বলেন, ঘটনা তদন্তে গিয়ে উভয়পক্ষের কথা শুনছিলাম। এ সময় তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। তখন উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ফাহিমা নামের ওই তরুনী আহত হয়। রাজাপুর থানা ওসি শামসুল আরেফিন বলেন, তরুনী আহতের ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজাপুরে

১০ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ