নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ডেভিড মিলারের রান তখন ৪১। এসময় গ্লেন ম্যাক্সওয়েলের বলে এলবিডবিøউ হয়ে যান মিলার। কিন্তু নন স্ট্রাইক প্রান্তে থাকা ফাফ ডু প্লেসিসের সঙ্গে আলোচনার পর রিভিউ নেন মিলার। প্রথমে ডু প্লেসিস রিভিউয়ের আবেদন করেন। আম্পায়ার আলিম দার তখন দ্বিধান্বিত থাকলেও মিলারের নিকট থেকে সংকেত পাওয়ার পর তিনি টিভি আম্পায়ারের নিকট রিভিউ আবেদন পাঠান। টিভি আম্পায়ার মিলারকে নট আউট ঘোষণা করেন।
কিন্তু সমস্যা হয় রিভিউ নেয়ার সার্বিক প্রক্রিয়ায়। আইসিসির রিভিউ আইনে বলা হয়েছে, ‘যিনি আউট হবেন সেই ব্যাটসম্যানই কেবল রিভিউ আবেদন করতে পারবেন, আর ফিল্ডিংয়ের বেলায় আউটের জন্য রিভিউ আবেদন করবেন দলীয় অধিনায়ক অথবা তার অনুপস্থিতে সহকারী অধিনায়ক।’ সেখানে আরো বলা হয় আবেদনের সময় আবেদনকারীর দুই বাহূ ইংরেজি ‘টি’ অক্ষরের মত করতে হবে এবং উপরের বাহু থাকতে হবে ঘাড়ের উপরে। মিলার যেভাবে রিভিউ নিয়েছেন তাতে এই নিয়ম অনুযায়ী হয়নি।
প্রশ্ন আছে আরো। আম্পায়ার আউট ঘোষণার ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ আবেদন করতে হয়। কিন্তু ফক্স স্পোর্টসের বরাত দিয়ে ইএসপিএনক্রিকইনফো জানায়, মিলার যখন রিভিউ আবেদন করেন তখন স্থির ঘড়িতে সময় ১৮ সেকেন্ড পেরিয়ে গেছে। শেষ পর্যন্ত মিলারের ব্যাট থেকে আসে ১০৮ বলে ১৩৯ রানের বিস্ফোরক ইনিংস। ম্যাচের সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।