মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন নকশালপন্থী নিহত হয়েছে। আটক করা হয়েছে আরও একজনকে। রবিবার সংঘর্ষের এ খবর দিয়েছে সংবাদসংস্থা পিটিআই। এদিকে আজকের নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, বেদ্রে এলাকায় স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে সশস্ত্র সংঘর্ষ শুরু হয় নকশালপন্থীদের। একজন নকশালপন্থীর ইউনিফর্ম পরিহিত লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। সেখান থেকে একটি রাইফেলও পাওয়া গেছে। পৃথক একটি ঘটনায় কাঙ্কেরের কোয়েলি বেড়া এলাকায় বিস্ফোরণে আহত হয়েছেন বিএসএফের এক এএসআই। গোমে ও গট্টাকাল গ্রামের মাঝের রাস্তায় পরপর বিস্ফোরক পাতা ছিল। সেগুলি একই সঙ্গে ফাটানো হয়। নির্বাচনের প্রাক্কালে মাওবাদী হামলার সংখ্যা বাড়ছে ছত্তিসগড়ে। নিরাপত্তাবাহিনীর ধারণা, নির্বাচন শেষ হওয়ার পরেও হামলা থামবে না। ছত্তিশগড়ে এবার ভোট হচ্ছে দু দফায়, ১২ ও ১৭ নভেম্বর। নকশালপন্থীরা ভোট বয়কটের আহŸান করেছে। গত বৃহস্পতিবার দান্তেওয়াড়ার বাচেলিতে আইইডি বিস্ফোরণে এক সিআইএসএফ কনস্টেবল এবং চার সাধারণ নাগরিকের মৃত্যু হয়। গত ৩০ অক্টোবর দান্তেওয়াড়ার নীলাভয়া এলাকায় মাওবাদী হানায় দূরদর্শনের এক ক্যামেরাম্যান সহ তিনজন মারা যান। গত ২৭ অক্টোবর বিজাপুর জেলায় আইইডি বিস্ফোরণে মারা যান সিআরপিএফের চার কনস্টেবল। এদিকে আজকের নির্বাচনকে মাথায় রেখে বস্তার ডিভিশনের সাত জেলা ও রাজনন্দনগাওঁ জেলার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সুষ্ঠুভাবে ভোটপ্রক্রিয়া সম্পাদন করার জন্য এক লক্ষ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।