Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে কৃষকের গলা কাটলো ডাকাত দল

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ৩:২৬ পিএম

রংপুরের মিঠাপুকুরে রায়হান মিয়া নামের (৫০) এক কৃষককে গলা কেটে হত্যা করেছে ডাকাতরা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রানীপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। রায়হান ওই উপজেলার খোঁড়াগাছ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা এবং ওই উপিন মিয়ার পুত্র বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়নের রুপসি গ্রামের দুই বাড়িতে ডাকাতি শেষে ফিরছিলেন ডাকাতের দল। এ সময় রানী পুকুর তিনমাথা এলাকায় ওয়াজেদ মিয়ার স’মিল সংলগ্ন জমিতে লাগানো আদা গাছ পাহারা দিচ্ছিলেন কৃষক রায়হান।

ডাকাতের দল দেখে রায়হান চিৎকার দিলে ডাকাতরা তাকে গলা কেটে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, হত্যাকান্ডের বিষয়ে অনুসন্ধান শুরু করছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গলা কেটে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ