Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও ১ নং সহ-সভাপতি রাশেদ প্রধান নির্বাচিত

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র বিশেষ কাউন্সিলে ব্যারিস্টার তাসমিয়া প্রধান দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় জাগপা’র সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান নির্বাহী কমিটির সদস্য, জেলা ও মহানগর নেতৃবৃন্দের সমর্থন নিয়ে এ ঘোষণা দেন।
এসময় খন্দকার লুৎফর রহমান বলেন, গঠনতন্ত্রের ১৫ এর ‘ক’ ধারা মোতাবেক কোন কাউন্সিলর সভাপতি পদের জন্য আবেদন করেন নাই। তাই আমি জাগপার সাধারণ সম্পাদক সারাদেশের সকল জাগপার সদসের পক্ষ থেকে জাগপার সভাপতি হিসেবে ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নাম ঘোষণা করছি। নবনির্বাচিত সভাপতি বলেন, আমি ব্যারিস্টার তাসমিয়া প্রধান জাগপা’র সভাপতি হিসেবে জাগপা’র সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সাথে আলোচনা সাপেক্ষে গঠনতন্ত্রের ১৫ এর ‘ঘ’ ও ‘ঙ’ ধারা অনুযায়ী জরুরী প্রয়োজনে ১নং সহ সভাপতি হিসেবে রাশেদ প্রধানের নাম ঘোষণা করছি।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর জাগপা’র সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের ইন্তেকালে জাগপা’র সভাপতির পদটি শূন্য হয়। গঠনতন্ত্রের ১৫ ধারা অনুযায়ী ব্যারিস্টার তাসমিয়া প্রধান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ২৬ অক্টোবর জাগপা’র জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সভায় রাশেদ প্রধানকে নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়। প্রেসক্লাবে অনুষ্ঠিত কাউন্সিল শেষে আসাদ গেট জিইউপি মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ১নং সহ সভাপতি রাশেদ প্রধান, জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাছ, রকিব উদ্দিন চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল হোসেন, বেলায়েত হোসেন মোড়ল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাছ, ছাত্র শিক্ষা সম্পাদক শামীম আক্তার পাইলট প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ