Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশাত্মবোধক গান নিয়ে আসছেন সালমা

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

প্রায় বাইশ দিন যুক্তরাজ্য সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছেন কণ্ঠশিল্পী সালমা। এ সফরে তিনি বার্মিংহাম, লন্ডন এবং ওল্ডহাম শহর মিলিয়ে তিনটি কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন। এ মাসের শেষের দিকে আবারও তার বিদেশ যাওয়ার কথা রয়েছে। দেশে ফিরে সালমা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। বিজয় দিবস উপলক্ষে একটি দেশের গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। গানটির শিরোনাম ‘বাংলাদেশ’। এ সপ্তাহে গানটির ভিডিও করা হবে। গানটির কথা ‘জন্ম আমার এদেশে/মরণ যেনো এখানেই হয়/এ বাংলার বুকে আমি থাকতে চাই সংকটে, সংগ্রামে, লাখো শহীদের রক্তে কেনা বাংলাদেশ।’ কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সঙ্গীতায়োজন করেছেন মোহাম্মদ নাদিম ভঁ‚ইয়া। গানটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে অথবা ১৬ ডিসেম্বরে প্রকাশের কথা জানিয়েছেন সালমা। সালমা বলেন, দেশের গান করার উদ্দেশ্যে একটাই- দেশাত্মবোধ চেতনায় মানুষকে উজ্জ্বীবিত করা। তাছাড়া শিল্পী হিসেবে দেশের প্রতি নিজের দায়বদ্ধতা থেকেই দেশের গান করেছি। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ