Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ: চীন

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

চীনের নেওয়া ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ বাস্তবায়নে বেইজিংয়ের কাছে ঢাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একাধিক অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সামনের দিনগুলোতেও চীনের সমর্থন অব্যাহত থাকবে। চীনের একাধিক মন্ত্রী বেইজিং সফররত পররাষ্ট্র সচিব মো. শহীদুল হককে এমন কথা জানিয়েছেন। পররাষ্ট্র সচিব বাংলাদেশ-চীনের মধ্যে ১১তম এফওসি (ফরেন অফিস কনসালটেশন) বৈঠকে অংশ নিতে বর্তমানে দেশটি সফর করছেন। বেইজিং থেকে পররাষ্ট্র সচিব এক বার্তায় এ তথ্য জানান।
বাংলাদেশ-চীনের মধ্যে ১১তম এফওসি (ফরেন অফিস কনসালটেশন) বৈঠক ৮ ও ৯ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ জন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। এ সময় চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল করিম উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেইজিংয়ে গতকাল শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াঙ ই পররাষ্ট্র সচিব মো. শহীদুল হককে বলেন, বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে। উন্নয়নের জন্য বিভিন্ন অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নে চীন বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে।
বাংলাদেশ-চীনের মধ্যে ১১তম এফওসি বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর এবং ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিঙয়ের বাংলাদেশ সফরে নেয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন এবং বর্তমান অবস্থা বৈঠকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
চীনের ভাইস মিনিস্টার বলেন, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ চীনের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বৈঠকে বাংলাদেশের নেওয়া ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ সম্পর্কে চীনের প্রতিনিধি দলকে অবহিত করেন। বৈঠকে পররাষ্ট্র সচিব জানান, উন্নয়নের জন্য বাংলাদেশ সার্ক, বিমসটেক, বিবিআইএন, বিসিআইএমসহ একাধিক আঞ্চলিক জোটের সঙ্গে কাজ করছে।
বৈঠকে উন্নয়নের গতি অব্যাহত রাখতে বাংলাদেশের পক্ষ থেকে চীনকে তাদের দেয়া একাধিক উন্নয়ন প্রকল্পে অর্থায়নের ছাড়ের গতি আরো বাড়াতে বলা হয়। পাশাপাশি চীনকে বাংলাদেশে আরো বিনিয়োগের আহŸান জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ