Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অটোরিকশা ছিনতাইকারী চক্রের হোতা গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অটোরিকশা ছিনতাই ও চুরি করে মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়কারী চক্রের হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে নগরীর ডি টি রোড এলাকা থেকে মো. রফিক (৪৩) নামে এই চক্রের নেতাকে গ্রেফতার করে পাহাড়তলী থানা পুলিশ। তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রফিক একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের হোতা বলে জানিয়েছে পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, রফিক এবং তার সহযোগীরা সীতাকুণ্ড ও স›দ্বীপ এলাকায় ছিনতাই করতো। রফিকই ওই চক্রের নেতৃত্ব দিতো। তারা চট্টগ্রাম ও কুমিল্লায়ও সিএনজিচালিত অটেরিকশা ছিনতাই করেছে। প্রথমে যাত্রীবেশে উঠতো তারা। এরপর নির্জন এলাকায় গিয়ে চালককে পিটিয়ে নামিয়ে দিয়ে রিকশা নিয়ে তাদের আস্তানায় চলে যেত। রিকশা ফেরৎ দেওয়ার জন্য মালিক পক্ষের কাছ থেকে বিকাশের মাধ্যমে মোটা টাকা আদায় করতো।

এই ছিনতাইকারী চক্রের কয়েকজন সদস্যকে গত এক বছরের বিভিন্ন সময়ে গ্রেফতার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। রফিকের নেতৃত্বে তারা প্রায় ১২শ’ অটোরিকশা আটকে মালিকের কাছ থেকে টাকা আদায় করেছে বলে জানান নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইলিয়াছ খাঁন। তিনি বলেন, রফিকের সঙ্গে দিলীপ বণিক, হাজী মনির, ইউনূস, সাইফুলসহ অন্তত ১৫ থেকে ২০ জন সদস্য রয়েছে। এরা একটি অটোরিকশা ছিনতাইয়ের পর মালিকের কাছে প্রথমে কমপক্ষে এক লাখ টাকা দাবি করে। ৫০-৬০ হাজার টাকায় রফা হয়। গাড়ির কাগজপত্র পেতে হলে চুক্তির বাইরে আলাদা করে টাকা দিতে হয়। টাকা দিয়ে অটোরিকশা ফেরৎ নিতে কেউ অস্বীকৃতি জানালে এই চক্র অটোরিকশা স›দ্বীপে নিয়ে গিয়ে বিক্রি করে দিতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ