Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

মির্জাপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি : গ্রেফতার ১

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

পাকুল্যা-দেলদুয়ার আঞ্চলিক সড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা পশ্চিমপাড়া এলাকায় সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল একটি ট্রাক ও কয়েকটি সিএনজি চালিত অটো রিকশায় ডাকাতি করে প্রায় ২ লাখ টাকা ও কয়েকটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে। পুলিশ জাহিদ মিয়া (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার শাটারপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত দশটার দিকে পাকুল্যা-দেলদুয়ার সড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা পশ্চিমপাড়া এলাকায় ৭/৮ জনের ডাকাতদল সড়কের ওপর গাছ ফেলে কয়েকটি যানবাহন আটকে দেয়। পরে ডাকাতরা যানবাহনে ধারালো অস্ত্র দিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। ডাকাতরা একে একে পাকুল্যা থেকে দেলদুয়ারগামী সিএনজি চালিত অটোরিকশা চালক আমিনুর মিয়া, মিনহাজ মিয়া, চান মিয়া, আনোয়ার হোসেন এবং যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতরা ব্যবসায়ী মনিরের কাছে থাকা ১ লাখ ৩২ হাজার টাকা ও মুঠোফোন এবং দেলদুয়ার উপজেলার পুটিয়াজানি গ্রামের এক গার্মেন্ট শ্রমিকের কাছ থেকে ৩০ হাজার টাকাসহ প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
অটোরিকশা চালক আমিনুর মিয়া, মিনহাজ মিয়া, চান মিয়া, আনোয়ার হোসেন ও পেয়াজের ব্যবসায়ী মনিরের ছোট ভাই শরিফুল ইসলাম জানান, সপ্তাহের প্রায় ৩/৪ দিন পাকুল্যা-দেলদুয়ার সড়কের ওই স্থানে ডাকাতির ঘটনা ঘটে।
মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক জানান, পাকুল্যা-দেলদুয়ার সড়কে ডাকাতির ঘটনা নয়, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন জাহিদ নামে এক ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ