পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বাসদের আহবায়ক কমরেড খালেকুজ্জামান বলেছেন, এই নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা নেই। তারপর সংলাপ শেষ হলেও আলোচনা শেষ হয়নি, সরকারের এই ঘোষণার পরও তড়িঘড়ি নির্বাচন তফসিল ঘোষণার মধ্যদিয়ে নির্বাচন কমিশন তাদের প্রতি অনাস্থার একটি বাড়তি বোঝা স্বেচ্ছায় মাথায় তুলে নিয়েছে। তফসিল পরিবর্তনের অতীত নমুনা ও বিদ্যমান বাস্তবতায় আমরা এ সভা থেকে তা স্থগিত এবং পিছিয়ে নেবার দাবি জানাচ্ছি। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিচার মানি তবে তালগাছ আমার এই মানসিকতা পরিহার না করলে সংকট আরো বাড়ছে।
বাসদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ১০১তম বার্ষিকী উপলক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়। বাসদ ঢাকা মহানগর আহŸায়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, নিখিল দাস প্রমূখ।
খালেকুজ্জামান বলেন, সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য অবশ্য প্রয়োজনীয় ভারসাম্যমূলক যে প্রথা প্রতিষ্ঠানসমূহ থাকা দরকার; যেমন বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আমলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ইত্যাদির গণতন্ত্রায়ণ জরুরি। পাশাপাশি রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক দলসমূহের আচরণ ও সংস্কৃতি, আইন কানুন বিধি বিধান ইত্যাদির গণতন্ত্রায়ণও সমভাবে প্রযোজ্য। সরকার সেদিকে না গিয়ে ভোটের নামে নাটক করতে চায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।