Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্বৃত্তদের কাটা গাছ রেললাইনে : রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ৬:৩১ পিএম

ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুর এক্সপ্রেস ট্রেন নাটোরের কাছে লাইনচ্যুত হয়েছে। আজ বেলা ৩টা ৫০ মিনিটে সাহাগোলা আউটার সিগনালের কাছে ট্রেনটির একটি বগীর চারটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। একই সাথে উত্তরাঞ্চলের সাথে দেশের দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগও বন্ধ হয়ে গেছে। পথিমধ্যে কয়েক হাজার যাত্রী সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে।
মূল লাইন বন্ধ হয়ে যাওয়ায় নাটোরে আটকে আছে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একতা, রাজশাহী থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বরেন্দ্র ও উত্তরা এক্সপ্রেস ট্রেন। এছাড়া পার্বতীপুর থেকে রাজশাহীমুখী তিতুমীর এক্সপ্রেসও আটকে আছে।
রেলওয়ে সূত্র জানায়, খবর পেয়ে সান্তাহার থেকে একটি রিলিফ ক্রেন সাহাগোলা দুর্ঘটনাস্থলের কাছে পৌঁছে গেছে। সেখানে বিকল্প রেললাইন নির্মাণের কাজ চলছে। একজন কর্মকর্তা জানান, রেললাইন স্থাপন হয়ে গেলে লাইনচ্যুত বগীটি উঠাতে খুব বেশি সময় লাগবে না।
রেলওয়ে সূত্র জানায়, রংপুর এক্সপ্রেস ট্রেনটি নাটোর থেকে ছেড়ে সাহাগোলা স্টেশনের আউটারের কাছে গেলে হঠাৎ করে রেললাইনের উপর একটি বিশালাকার শিশু গাছ ভেঙ্গে পড়ে। কয়েকজন দুর্বৃত্ত মিলে রেললাইনের পাশে ওই গাছটি কাটছিল। গাছটি হঠাৎ করে রেললাইনের উপরে পড়লে চালক ট্রেনটি আর থামাতে পারেননি। এসময় ট্রেনের ইঞ্জিন ওই গাছের উপর দিয়ে চলে গেলেও পেছনের বগীটির চাকার সাথে গাছটি আটকে যায়। ট্রেনের প্রথম ‘ক’ বগীটির চারটি চাকা লাইনচ্যুত হয়ে একদিকে হেলে যায়। চালক ততোক্ষণে ট্রেনটি থামিয়ে দেন।
ওই ট্রেনের একজন কর্মী জানান, বিশালাকার শিশু গাছটি দুর্বৃত্তরা কেটে নিয়ে যাচ্ছিল। তারা রেললাইনের পাশে নির্জন এলাকায় গাছটি কাটার সময় তা হঠাৎ করে রেললাইনের উপরে পড়ে। এ সময় ট্রেন চলে আসাতে দুর্বৃত্তরা গাছটি আর সরানোর চেষ্টা না করে দৌড়ে পালিয়ে যায়।
ট্রেনের একজন স্টাফ বলেন, দুর্ঘটনায় রংপুর এক্সপ্রেস ট্রেনের প্রায় দেড় হাজার যাত্রী সেই দুপুর থেকে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। শহর থেকে দুরে হওয়ায় খাবারের জন্য হাহাকার চলছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা খুবই কষ্ট পাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ