বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের কোটালিপাড়া-টুঙ্গীপাড়া ৩ আসনে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে পৃথক পৃথক অনুষ্ঠানে নৌকা মার্কায় ভোট চাইলেন কোটালিপাড়া আওয়ামীলীগ নেতারা। তারা প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে নৌকায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। নির্বাচনকে সামনে রেখে নেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। নেতাদের সরব উপস্থিতিতে উজ্জীবিত হচ্ছে যুবনেতারা। বুধবার রাতে উপজেলার কাফুলাবাড়ী উত্তরপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে শ্যামা পূজা উপলক্ষে দুই ব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত হয়ে জনগণের কাছে শেখ হাসিনার পক্ষে নৌকায় ভোট চান অনুষ্ঠানের উদ্বোধক পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ ও প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু অপর দিকে একই ধরনের অনুষ্ঠানে পিড়ারবাড়ী পশ্চিম পাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে উপস্থিত হয়ে নৌকায় ভোট চেয়ে বক্তব্য প্রদান করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বিমল কৃষ্ণ বিশ্বাস, বিশেষ অতিথি শেড গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও উদীয়মান সমাজ সেবক ডাঃ সঞ্জয় বাড়ৈ জয় এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন খান, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা, আয়োজক কমিটির সভাপতি সবুজ মধু(শক্তি) প্রভাষক চায়ন বিশ্বাস, ব্যাংক কর্মকর্তা রিপন বাড়ৈ, সাদুল্লাপুর যুবলীগ সভাপতি দিলিপ বাড়ৈ, রামশীল সভাপতি তমাল বাড়ৈ, কলাবাড়ী সভাপতি বাদল হালদার, পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, সাধারন সম্পাদক আলিউজ্জামান জামির, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুয়েল মুন্সি, রাসেল শেখ, সামীম দাড়িয়া, সাজ্জাদ হোসেন সুমন, নাজমুল সরদার চপল প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।