Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে রাজশাহী রুটের বাস বন্ধ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ১২:২৬ পিএম

ঢাকা-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আগামীকাল রাজশাহীতে ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে আকস্মিক এ বাস ধর্মঘট শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএনপি নোতারা বলেছেন, ঐক্যফ্রন্টের সমাবেশে মানুষ যাতে যোগ দিতে না পারে সে কারণে একটা উসিলা ধরে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক-শ্রমিকরা। এর নেপথ্যে সরকারের ইন্ধন আছে। আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর রাজশাহী থেকে কোনো বাস রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসেনি। ঢাকা থেকেও কোনো বাস ছাড়ছে না। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

পরিবহন নেতারা জানানন, নাটোরে বাস শ্রমিকের ওপর হামলার ঘটনায় এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। অন্য রুটে চলছে। বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা চলছে। সমাধান হলে আবারও এই রুটে বাস চলাচল শুরু করবে।
তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কর্পোরোশনের মেয়র মিজানুর রহমান মিনু গণমাধ্যমকে বলেন, শুক্রবার (৯ নভেম্বর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ঐক্যফ্রন্টের জনসভা রয়েছে। জনসভাকে কেন্দ্র করেই আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে ঢাকা ও সিলেটেও একই কান্ড করা হয়েছে বলে অভিযোগ করেন মিনু।
এদিকে, আকস্মিক এই ধর্মঘটের কারণে রাজশাহী-ঢাকার সাধারণ যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন।

 



 

Show all comments
  • শওকত আকবর ৮ নভেম্বর, ২০১৮, ১:০৩ পিএম says : 0
    শ্রমিক শ্রেনীর ন্যায়সংগত আন্দলন਀ দাবীয়ে রাখার সাদ্য কারও নাই|਀ অবিলম্বে সমাস্যা সমাধান করে পরিবন চালু করুন | আকর্ষিক পরিবহন বন্ধ করা হলে তা কোন সুস্থ গনতন্ত্রমনা রাজনীতি নহে | সভাসমাবেশ মিছিল সকল দলের সমান গনতান্ত্রীক অধিকার |
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ