পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আগামীকাল রাজশাহীতে ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে আকস্মিক এ বাস ধর্মঘট শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএনপি নোতারা বলেছেন, ঐক্যফ্রন্টের সমাবেশে মানুষ যাতে যোগ দিতে না পারে সে কারণে একটা উসিলা ধরে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক-শ্রমিকরা। এর নেপথ্যে সরকারের ইন্ধন আছে। আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর রাজশাহী থেকে কোনো বাস রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসেনি। ঢাকা থেকেও কোনো বাস ছাড়ছে না। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
পরিবহন নেতারা জানানন, নাটোরে বাস শ্রমিকের ওপর হামলার ঘটনায় এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। অন্য রুটে চলছে। বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা চলছে। সমাধান হলে আবারও এই রুটে বাস চলাচল শুরু করবে।
তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কর্পোরোশনের মেয়র মিজানুর রহমান মিনু গণমাধ্যমকে বলেন, শুক্রবার (৯ নভেম্বর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ঐক্যফ্রন্টের জনসভা রয়েছে। জনসভাকে কেন্দ্র করেই আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে ঢাকা ও সিলেটেও একই কান্ড করা হয়েছে বলে অভিযোগ করেন মিনু।
এদিকে, আকস্মিক এই ধর্মঘটের কারণে রাজশাহী-ঢাকার সাধারণ যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।